ভ্যালেন্টাইন্স ডে–র আগের দিনই চালু হবে ইস্ট–ওয়েস্ট মেট্রো

0
530

দেশের সময় ওয়েবডেস্কঃ অবশেষে প্রতীক্ষার অবসান। ভ্যালেন্টাইন্স ডেএর আগের দিন, অর্থাৎ ১৩ তারিখ চালু হচ্ছে কলকাতা ইস্ট–ওয়েস্ট মেট্রো পরিষেবা। সল্টলেক সেক্টর–৫ থেকে সল্টলেক স্টেডিয়াম পর্যন্ত চালু হবে প্রথম দফার ইস্ট–ওয়েস্ট মেট্রো। তারপর ধাপে ধাপে বাড়ানো হবে গন্তব্যের সংখ্যা।

দফায় দফায় ট্রায়াল রানের পর ১৩ তারিখ থেকে এই পরিষেবা চালু করার সিদ্ধান্ত নিয়েছে কলকাতা মেট্রো রেলওয়ে কর্তৃপক্ষ। তবে আত্মহত্যা বা দুর্ঘটনা রুখতে নতুন মেট্রো স্টেশনগুলিকে কাচের আবরণে মুড়ে ফেলা হয়েছে। শুধু কোচের দরজার জায়গাতেই রাখা হয়েছে ঢোকা–বেরনোর পথ। যখন ট্রেন আসবে তখন কাচের দরজা খুলে যাবে কোচের দরজার মুখোমুখি।

ট্রেন চলে গেলেই আবার তা বন্ধ হয়ে যাবে। বাবুল সুপ্রিয় ইস্ট–ওয়েস্ট মেট্রো চালুর জন্য রেলকে ধন্যবাদ জানিয়ে বলেন উদ্বোধনের দিন নিয়ম মেনে সবাইকে আমন্ত্রণ জানানো হবে। আমন্ত্রিত থাকবেন মুখ্যমন্ত্রীও।

Previous articleঅসমে নদীতে আগুন লেগেছে
Next articleআজ বনগাঁয় মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here