ভারী বৃষ্টিতে বিপর্যস্ত জম্মু ও কাশ্মীর। বন্যা ও ভূমিধসে বিস্তীর্ণ এলাকায় চরম দুর্ভোগ। এখনও পর্যন্ত তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে। আহত বহু। বন্যা বিধ্বস্ত জম্মু ও কাশ্মীরের একাধিক গুরুত্বপূর্ণ সড়ক বন্ধ রয়েছে।
সর্বভারতীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভারী বৃষ্টিতে ভূমিধস ও বন্যার জেরে শ্রীনগর-জম্মু জাতীয় সড়ক পুরোপুরি বন্ধ রয়েছে। ফলে কয়েক হাজার গাড়ি আটকে রয়েছে। প্রশাসনের তরফে জানানো হয়েছে, সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে রামবান জেলা। একাধিক গাছ উপড়ে গিয়েছে। বন্ধ রয়েছে সড়ক। স্তব্ধ যান চলাচল। বিদ্যুৎ নেই গ্রামে গ্রামে।
প্রশাসন আরও জানিয়েছে, রামবানে এখনও পর্যন্ত ৪০টি বাড়ি পুরোপুরি ভেঙে পড়েছে। শতাধিক গ্রামবাসীকে উদ্ধার করে নিরাপদ আশ্রয়ে নিয়ে যাওয়া হয়েছে। গত চার-পাঁচ বছরে ঝড়বৃষ্টিতে এমন ক্ষয়ক্ষতির সম্মুখীন হয়নি রামবান।

শ্রীনগর-জম্মু জাতীয় সড়কের পাশাপাশি আরও একাধিক গুরুত্বপূর্ণ সড়কে যান চলাচল পুরোপুরি বন্ধ রয়েছে। ইতিমধ্যেই সড়ক পরিষ্কারের কাজ শুরু হয়েছে। ভারী বৃষ্টিতে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে প্রায়ই। আবহাওয়া দপ্তরের তরফে জানানো হয়েছে, সোমবার পর্যন্ত জম্মু ও কাশ্মীরে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। সঙ্গে ঘণ্টায় ৭০ কিমি বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে।


