বড়োদিনের আগেই নবরুপে সজ্জিত “মঙ্গলদীপ” উপাসনালয় পেল বনগাঁবাসী

0
874

দেশের সময় ওয়েবডেস্ক: আর কিছুদিনের অপেক্ষা। তারপরই বড়োদিনের উৎসবে মাতোয়‍ারা হবে মানুষ। আর উৎসবের সেই দিনকে আরও আকর্ষণীয় করে তুলতে উদ্যোগ নিলো “মঙ্গলদীপ” উপাসনালয়। বনগাঁ শিমুলতলায় খ্রিস্টান পাড়ায় অবস্থিত এই উপাসনালয় বড়দিনের আগে সজ্জিত হলো নবরুপে, চোখ জুড়ানো আলোকসজ্জায়। যার শুভ দারোদ্ঘাটন হয়ে গেল বৃহস্পতিবার সন্ধ্যায়। অনুষ্ঠানে উপস্হিত ছিলেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান শঙ্কর আঢ্য। প্রাক্তন পৌরপ্রধান জোৎস্না আঢ্য। বনগাঁ বিধানসভা কেন্দ্রের প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ সহ বিশিষ্ঠ ব্যাক্তিবর্গ। সবমিলিয়ে সকল মানুষের উপস্থিতিতে আজ এক অনন্য সন্ধা উপহার পেলেন বনগাঁবাসী।

Previous articleবউ বদলের পরিকল্পনায় রাজি হয়নি স্ত্রী, খুনের অভিযোগে গ্রেফতার দুই ভাই
Next articleHarmad(CPM),Jollad(TMC)now Ostaad(BJP)

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here