ব্রিগেড-কে সামনে রেখে বনগাঁ-য় তৃণমূলের জনসভায় মানুষের ঢল

0
1117

দেশের সময়, ওয়েব ডেস্ক:- ব্রিগেড-এর প্রস্তুতি সারতে বনগাঁ-য় তৃণমূলের উদ্যোগে জনসভা। শুক্রবার এই সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পরিবহন মন্ত্রী শুভেন্দু অধিকারী, খাদ্য ও খাদ্য সরবরাহ মন্ত্রী তথা হাবড়ার বিধায়ক জ্যোতিপ্রিয় মল্লিক সহ শীর্ষ স্হানীয় তৃণমূল নেতৃত্ব। পাশাপাশি দলীয় সমর্থকদের উপস্থিতি ছিল এদিন চোখে পড়ার মতো। এদিন বনগাঁ খেলাঘর ময়দানে উপস্থিত হয়ে সম্পুর্ন সভাটি নিজের দায়িত্বে সঞ্চালনা করেন বনগাঁ পৌরসভার পৌরপ্রধান শঙ্কর আঢ্য। সভা থেকে উপস্থিত দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশ্যে বনগাঁ লোকসভা কেন্দ্রের সাংসদ মমতা বালা ঠাকুর বলেন, “আজ আরও ভালো লাগতো যদি আপনারা উপরে আর আমরা নিচে থাকতাম”। “কারন এতো আয়োজন সবকিছুই আপনাদের জন্য”। “অতএব নিজেদের মধ্যে এই একতাকে সবসময় বজায় রাখবো আমরা”। “আর এই ভালোবাসাকে পাথেয় করেই আগামী ১৯শে জানুয়ারি ব্রিগেডে আমাদের পৌঁছাতে হবে”। পাশাপাশি তৃণমূল বিধায়ক অর্জুন সিং বলেন, “প্রধানমন্ত্রীর আসনে বসে নরেন্দ্র মোদী বলেছিলেন আমি চৌকিদার”। “যা শুনে নিশ্চিন্ত ছিল ভারতবাসী”। “পরে দেখা যায় দেশবাসী যখন রাতের বেলা ঘুমে মগ্ন তখন সিন্দুক থেকে চুরি হয়ে গেছে হাজার হাজার কোটি টাকা”। “নীরব মোদী, বিজয় মালিয়া-র মতো শিল্পপতিদের সমর্থন করা বিজেপি-কে কোনদিন ভারতবাসী ক্ষমা করবেন না”। পাশাপাশি মঞ্চে এদিন প্রথম থেকেই উপস্থিত ছিলেন তৃণমূলের স্হানীয় নেতৃত্ব। বনগাঁর বিধায়ক বিশ্বজীৎ দাস(উত্তর) বনগাঁ দক্ষিণের বিধায়ক সুরজীৎ বিশ্বাস,গাইঘাটা পঞ্চায়েত সমিতির সভাপতি গোবিন্দ দাস এবং বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ ও বনগাঁ পুরসভার চেয়ার ম্যান শঙ্কর আঢ্য ,প্রাক্তন চেয়ারম্যান জ্যোৎস্না আঢ্য সহ পৌরসভার একাধিক কাউন্সিলর এবং জনপ্রতিনিধিদের উপস্থিতি আলাদা করে দলীয় কর্মী সমর্থকদের মনে উন্মাদনার সঞ্চার ঘটায়। এদিন সভার মঞ্চ থেকে বনগাঁ পুরসভার পক্ষ্য থেকে পরিবহন মন্ত্রীকে একটি গৌরাঙ্গ’ মূর্তী উপহার দেওয়া হয়৷ দেশের সময়কে একান্ত সাক্ষাৎকারে পুরপ্রধান শঙ্কর আঢ্য জানান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ব্রীগেড সভার জন্য প্রস্তুত বাগদা, বনগাঁ গাইঘাটার মানুষ৷ এদিনের সভায় তাঁরা একএিত হয়ে জানিয়ে গেলেন, শুধু এখানে নয় গোটা বাংলায় তাঁরা তৃণমূলের সাথে আছেন। বিজেপিকে তারা চান না। বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ বলেন, শুধু তারাপীঠ নয়, বাগদা দীঘা এসি বাসও চালু করা হবে শীঘ্রই৷

Previous article“কমরেডরা আগে লাল জামা পড়তেন এখন গেরুয়া জামা পড়েন, পরিবর্তন তো শুধু পোষাকে” শুভেন্দু
Next article“ওরা যে পথে যেতে চাইছে তাই করুক, জোর করবেন না”

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here