বোমাতঙ্ক:পরিত্যক্ত ব্যাগ ঘিরে চাঞ্চল্য বনগাঁ লোকালে

0
701

দেশের সময়: শুক্রবার রাত ন’টা বেজে চার মিনিটে শিয়ালদহ ছেড়ে বনগাঁর দিকে রওনা হয় বনগাঁ লোকাল। ট্রেনটি মধ্যমগ্রাম স্টেশনে পৌঁছায় রাত পৌনে ১০ টা নাগাদ। তখনই মহিলা কামরায় একটি পরিত্যক্ত ব্যাগ ঘিরে আতংক ছড়ায় যাত্রীদের মধ্যে।

ট্রেনের কামরায় বেওয়ারিশ ব্যাগ মিলেছে শুনে মধ্যমগ্রাম স্টেশনে রীতিমতো চাঞ্চল্য দেখা যায়। মধ্যমগ্রাম থানা সেফটি সিকিউরিটি টিম, জিআরপি এবং দমকল আসে। ট্রেন ফাঁকা করে চলে তল্লাশি। পুরো মধ্যমগ্রাম স্টেশন ঘিরে ফেলা হয়। যে ব্যাগটিকে ঘিরে এত চাঞ্চল্য তাতে অবশ্য টিফিন কৌটো, জলের বোতল ও আরও কয়েকটি মামুলি জিনিস ছাড়া কিছু মেলেনি।


মধ্যমগ্রাম স্টেশনে বোমাতঙ্কের জেরে শিয়ালদহ-বনগাঁ ও হাসনাবাদ শাখার ট্রেন চলাচল ব্যাহত হয়। ট্রেন চলাচল স্বাভাবিক হয় রাত সাড়ে ১১ টা নাগাদ।

Previous articleগণধর্ষণ কালীঘাটে,দিনে-দুপুরে তুলে নিয়ে গেল দুই নাবালিকাকে
Next articleআজকের দিন কোন রাশির জন্য কেমন জানুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here