বিমানবন্দরে অতিরিক্ত নিরাপত্তা,বাসে দীর্ঘক্ষণ অপেক্ষা কোহালিদের:

0
633

দেশের সময়: ওয়েবডেস্ক:বিশাখাপট্টনমে দ্বিতীয় ম্যাচ শেষে করে পুনের উদ্দেশ্য রওনা দিয়েছিল বিরাট কোহলির দল। পুনেতে সিরিজের তৃতীয় ম্যাচ। কিন্তু বিশাখাপট্টনম বিমানবন্দরে যেতেই বিপত্তি। নিরাপত্তা–শঙ্কা! বিমানবন্দরে যাওয়া-আসা সাময়িক বন্ধ। অগত্যা কোহলিদের বাসেই বেশ কিছুক্ষণ বসে থাকতে হয়েছিল। নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে আসার পর বিমানবন্দরের ভেতরে ঢুকতে দেওয়া হয় জাতীয় দলের ক্রিকেটারদের। তবে ক্ষতি যা হওয়ার ওই সময়টুকুতেই হয়েছে। নির্দিষ্ট সময়ের ফ্লাইট ধরতে পারেননি কোহলিরা।

সুত্রের খবর, বিশাখাপট্টনম বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে ওয়াইএসআর কংগ্রেস সভাপতি জগমোহন রেড্ডির ওপর অতর্কিত হামলা চালিয়েছিলেন বিমানবন্দরেরই এক খাবার কর্মী। চাকু নিয়ে এই রাজনৈতিক ব্যক্তির ওপর চড়াও হয়েছিল শ্রীনিবাস নামের সেই কর্মী। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিমানবন্দরের নিরাপত্তা বাড়ানো হয়েছিল। যাতায়াতের ওপর নজরদারি কড়া করা হয়। আর এ জন্য কোহলিদের বাসে বসে অপেক্ষা করতে হয়েছে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে পাঁচ ম্যাচের এই সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে ভারত। ফাইল চিত্র:

Previous articleপ্রয়াত হলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের ‘বিশ্বস্ত সৈনিক পঙ্কজ বন্দ্যোপাধ্যায়:
Next articleটি- টোয়েন্টিতে নেই ধোনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here