বিবেকানন্দের পথেই এগোতে চান মোদী:

0
1061

দেশের সময় ওয়েবডেস্কঃ  যে বাংলাকে দখলের উদ্দেশ্যে তাঁর ঘনিষ্ঠ সহযোগী অমিত শাহ সম্প্রতি রাজ্য সরকারের সমালোচনা করে গেলেন। ইন্ডিয়ান চেম্বার অফ কমার্সের ৯৫তম বার্ষিকীতে সেই বাংলার কর্মযজ্ঞেরই প্রশংসা  করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুধু তাই নয়, বিবেকানন্দের স্বদেশী জিনিস ব্যবহারের স্লোগানও এদিন তুললেন তিনি।
বৃহস্পতিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে হওয়া ওই সভায় মোদী বলেন, ‘আমরা সবাই শুনেছি‌ বাংলা যা আজ ভাবে সারা দেশ তা আগামীকাল ভাববে। বাংলার সেই ঐতিহাসিক কর্মদক্ষতাই উৎপাদন শিল্পে কাজে লাগাতে হবে।’‌

স্বামী বিবেকানন্দকে উদ্ধৃত করে মোদী বলেন, ‘‌কয়েক দশক আগে বিবেকানন্দ বলেছিলেন, বর্তমানে কাজ করার সহজ উপায় হল, ভারতীয়দের তাঁদের নিজেদের তৈরি পণ্য ব্যবহার করা এবং ভারতীয় পণ্যের বাজার অন্য দেশে তৈরি করা। বিবেকানন্দের দেখানো এই পথই কোভিড–পরবর্তী বিশ্বে ভারতকে উৎসাহিত করবে।’‌ দেশের অর্থনীতি এগিয়ে নিয়ে যেতে বিবেকানন্দের পথই পাথেয় বলে মনে করিয়ে দিয়ে মোদী বলেছেন, ‘‌এই সঙ্কটকে প্রত্যেক ভারতীয় সুযোগ হিসেবে সদ্ব্যবহার করেছেন। 

এই মন্ত্রেই দেশকে আত্মনির্ভর হতে হবে। বিদেশি নিয়ন্ত্রণের হাত থেকে ভারতীয় অর্থনীতিকে টেনে বের করতে হবে। এটা রক্ষণশীল মনোভাবের সময় নয়। সাহসী সিদ্ধান্ত এবং সাহসী লগ্নির সময়। এটাই বিশ্বে দেশীয় সরবরাহের যোগান শুরুর সেরা সময়।’‌
তবে কোভিড–১৯ ছাড়াও দেশ পঙ্গপাল, ঘূর্ণিঝড়, তেলের কূপে আগুন, ভূমিকম্প, দাবানলের মতো সমস্যার সঙ্গেও লড়ছে যা দেশবাসীর পক্ষে অসুবিধাজনক বলেও মন্তব্য করেছেন তিনি।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বক্তব্য: এক নজরে

• নমস্কার, আশা করি আপনারা সবাই ভাল আছেন (বাংলায় বললেন প্রধানমন্ত্রী। 

• ১৩০ কোটি দেশবাসীর মধ্যে আত্মনির্ভরতার মন্ত্র থাকবে 

• আমি আশ্বস্ত করছি, এতে সরকার আপনাদের সব রকম সাহায্য করবে 

• সবচেয়ে বড় পরীক্ষার মধ্যে দিয়ে যখন আমরা যাই, তখন তার থেকে শিক্ষা নিয়ে এগিয়ে যেতে হবে 

• এই সময় নতুন নতুন চ্যালেঞ্জ গ্রহণ করার সময় 

• ভারতের উদ্যোগপতিরা কি এই ক্ষেত্রে নেতৃত্ব দিতে পারে না? 

• সৌরশক্তির মাধ্যমে ব্যাটারি রিচার্জ করার এক বিরাট বাজার তৈরি হচ্ছে 

• আইসিসি-র মাধ্যমে আহ্বান জানাচ্ছি, দেশেই সৌর প্যানেল, ব্যাটারি তৈরি করুন

• বিশ্বের এই বিপ্লবে ভারতও কৃতিত্বের সঙ্গে অংশ নিচ্ছে 

• যখন আমরা প্ল্যানেট বা এই পৃথিবীর কথা বলছি, তখন দেখবেন সৌরশক্তির ক্ষেত্রে এক বিরাট বিপ্লবের  দিকে এগিয়ে যাচ্ছে 

• ভিম অ্যাপ, রুপে কার্ড বহু মানুষ ব্যবহার করছেন 

• অনলাইন পেমেন্ট অ্যাপের মাধ্যমে নিরাপদ লেনদেন হচ্ছে 

• আমাদের যে প্রযুক্তিগত বিপ্লব হয়েছে, তাতেও বিপুল সুবিধা হয়েছে 

• ভাবুন পশ্চিমবঙ্গে তৈরি পাটের ব্যাগ সারা দেশের মানুষের হাতে থাকলে রাজ্যের কী বিরাট লাভ হবে

• নতুন নতুন পাটের প্যাকেজিং মেটেরিয়াল কি উৎপাদন শুরু করেছেন 

• কারণ, এতে এখানকার পাটশিল্পের ব্যাপক লাভ হবে 

• এতে তো পশ্চিমবঙ্গের আরও বেশি লাভ 

• সিঙ্গল ইউজ প্লাস্টিক বন্ধ করার চেষ্টা চলছে 

• দেশে আরও একটা অভিযান চলছে 

• এতে পরিবহণ খরচ কমবে, রাস্তায় যানবাহন জট কম হবে 

• উত্তর-পূর্ব ভারতেও জলপথ বাড়ানোর চেষ্টা চলছে 

• কলকাতা হলদিয়া জলপথ চালু হয়েছে 

• দেশে বিপুল জলসম্পদ রয়েছে 

• কারণ এতে গ্রিনহাউস গ্যাস নির্গমণ কমেছে 

• এর লাভ প্ল্যানেট তথা পৃথিবীরও লাভ হয়েছে 

• এলইডির জন্য প্রতি বছর বিদ্যুতের বিলে ১৯ হাজার কোটি টাকা সাশ্রয় হচ্ছে  

• এর চাহিদা এত বেড়েছে যে, দাম কমলেও বিপুল লাভ বেড়েছে

• পাঁচ বছর আগে একটা এলইডি বাল্ব ২০০ টাকা লাগত, এখন সেটা ৫০ টাকায় মিলছে 

• ভারতে আমরা এলইডি বাল্ব প্রকল্প শুরু করেছিলাম 

• পিপল, প্ল্যানেট অ্যান্ড প্রফিট— এই তিনটি বিষয় একসঙ্গে চলতে পারে 

• বিশ্বের জোগান শৃঙ্খলে ভারতকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে 

• আমরা সব সময় শুনে এসেছি, ‘হোয়াট বেঙ্গল থিঙ্কস টুডে, ইন্ডিয়া থিঙ্কস টুমোরো’

• কলকাতায় উৎপাদনের ইতিহাসে শ্রেষ্ঠ ছিল 

• আমি মনে করি, কলকাতা আবার দেশকে নেতৃত্ব দিতে পারে 

• সরকার যে বিপুল কর্মসূচির ঘোষণা করেছে, তাতে পূর্ব ও উত্তর পূর্ব ভারত তার লাভ পাবে 

• উত্তর-পূর্ব ভারতে জৈব পণ্য় উৎপাদনে সারা বিশ্বে নজির সৃষ্টি করতে পারেন 

• সিকিম তথা উত্তর ভারত অর্গানিক পণ্য উৎপাদনের হাব তৈরি হতে পারে 

• পশ্চিমবঙ্গে জুট কিসান উদ্যোগের জন্য ক্লাস্টার তৈরি হবে 

• স্থানীয় পণ্যের জন্য ক্লাস্টার বেসড অ্যাপ্রোচের উদ্যোগ নেওয়া হয়েছে, তাতে সবাই সুবিধা পাবেন 

• অত্যাবশ্যকীয় পণ্য সংশোধনী আইনে সুবিধা পাবেন কৃষকরা 

• ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ী যুব সম্প্রদায় এগিয়ে আসুন 

• আত্মনির্ভর ভারত প্রকল্পে যে সব সুবিধা দেওয়া হয়েছে, তার সুবিধা নিন 

• ভবিষ্যতে যাতে সেই ক্ষেত্রে আমরা আত্মনির্ভর হতে পারি 

• ‘আত্মনির্ভর ভারত’-এর অর্থ বিদেশ থেকে সবচেয়ে কম জিনিসপত্র ভারত আমদানি করুক 

• ভারতকেও নিজের পায়ে দাঁড়াতে হবে 

• এক দিক থেকে আত্মনির্ভর ভারতের প্রথম পাঠ, পরিবার থেকেই শুরু হয় 

• ছোট থেকেই সব পরিবারে শিশুদের শেখানো হয়, নিজের পায়ে দাঁড়াও 

• করোনা সঙ্কট আমাদের এই আত্মনির্ভর হওয়ার প্রতিজ্ঞা করিয়েছে 

• করোনা সঙ্কট আমাদের শিক্ষা দিয়েছে 

• এই রকম বহু ভাবনা দেশবাসীর সঙ্গে বহু দিন ধরে রয়েছে 

• আমাদের ভাবনা রয়েছে, আমরা যদি প্রতিরক্ষা, কয়লা ক্ষেত্র, সৌরক্ষেত্র, বিমান পরিবহণ ক্ষেত্রে আমরা যদি আত্মনির্ভর হতে পারতাম 

• আত্মিনির্ভর ভারতের এই ভাবনা বহু বছর ধরে এক আশা নিয়ে বেঁচেছে 

• দেশবাসীর মধ্যে এক নতুন আশা দেখতে পাচ্ছি 

• আমাদের এই ঐক্য ও সাহসিকতা এক বিরাট শক্তি 

• কিন্তু যখন একে অন্যকে সাহায্য করে এগিয়ে যায়, তখন কোনও বাধাই থাকে না 

• কিন্তু আমরা সব বিপর্যয়ের সঙ্গে একজোট হয়ে লড়ছি 

• কিছু এলাকায় ভূমিকম্প হচ্ছে 

• পঙ্গপালের সমস্যা রয়েছে, অসমে তৈলকূপে আগুন লেগেছে 

• সারা বিশ্বের সঙ্গে দেশও করোনাভাইরাসের সঙ্গে লড়ছে 

• এই সভা এমন সময়ে হচ্ছে, যখন দেশ একাধিক চ্যালেঞ্জের মুখোমুখি 

• ভারতের উন্নয়নের গতিতে আপনারা সাক্ষী থেকেছেন 

• দেশভাগের পীড়া সহ্য করেছে 

• স্বাধীনতার লড়াই দেখেছে দেশ, দেশভাগ দেখেছে 

• ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের 

• সব শেষে একটাই প্রার্থনা, সুস্থ থাকবেন, ভাল থাকবেন 

Previous articleদেশে করোনা–আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ২,৮৬,৫৭৯জন, একদিনে কোভিড পজিটিভ ৯৯৯৬,সংক্রমণে মৃতের সংখ্যা ছাড়াল আট হাজার
Next articleবনগাঁয় এক বিজেপি কর্মী সমর্থক কে লাঠি দিয়ে পিটিয়ে হাত,পা- ভাঙার অভিযোগ উঠল স্থানীয় তৃণমূল নেতার বিরুদ্ধে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here