বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ হবে এই ব্রিগেড-মমতা বন্দ্যোপাধ্যায়

0
773

দেশেরওয়েবডেস্ক:‌ বৃহস্পতিবার সন্ধেয় ব্রিগেডস্থল পরিদর্শন করে তৃণমূলনেত্রী তথা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন। ব্রিগেড শুধু ব্রিগেড নয়, ইউনাইটেড ইন্ডিয়ার র‌্যালি হতে চলেছে ১৯ জানুয়ারি। বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের মঞ্চ হবে এই ব্রিগেড। শুক্রবার সকাল থেকেই ‌শহরে আসতে শুরু করবেন অবিজেপি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা। অখিলেশ যাদব, সতীশ মিশ্র, এমকে স্টালিন, চন্দ্রবাবু নাইডু, কুমারস্বামী, মল্লিকার্জুন খাড়গে সকলেই এদিন কলকাতায় পা রাখবেন। অরবিন্দ কেজরিওয়াল বিশেষ কাজে আটকে পড়ায় শনিবার সকালে শহরে আসবেন বলে জানিয়েছেন।

বৃহঃস্পতিবার সন্ধেবেলা সভাস্থল ঘুরে দেখে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, বিজেপির বিরুদ্ধে একজোট হওয়া রাজনৈতিক দলগুলির একটা মঞ্চ তৈরি হবে এই ব্রিগেড। সব রাজনৈতিক দলের নেতাদেরই বলতে দেওয়া হবে। সকলের কথা শোনার পরেই তিনি বক্তব্য রাখবেন বলে জানিয়েছেন। সকলের বক্তব্য শোনার জন্য দলীয় কর্মী সমর্থকদের ধৈর্য ধরে থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

ব্রিগেডের আয়োজন খতিয়ে দেখার পর মমতা বন্দ্যোপাধ্যায় সাংবাদিকদের বলেন, এবারের লোকসভা ভোটে বিজেপি ১২৫ এর বেশি আসন পাবে না। ফেডারেল ফ্রন্ট যে এই নির্বাচনের শেষ কথা বলবে সেটা তিনি স্পষ্ট করে দিয়েছেন। এদিকে ব্রিগেডের প্রস্তুতিতে সেজে উঠেছে শহর। কলকাতার একাধিক স্থানে তৃণমূল সমর্থকরা এসে ভিড় করতে শুরু করেছেন। সল্টলেক সেন্ট্রাল পার্ক সহ একাধিক জায়গায় সমর্থকদের থাকার জায়গা তৈরি করা হয়েছে। মনে করা হচ্ছে, ভিড়ের নিরিখে অতীতের সব রেকর্ড ভেঙে দেবে এবারের ব্রিগেড। উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিবহন দপ্তরের সদস্য জানান শুধু এই জেলা নয় উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রতিটি জায়গা থেকে মানুষ আসবেন,তাঁদের জন্য পরিবহন ব্যাবস্থা ঢেলে সাজানো হচ্ছে৷

উত্তর ২৪ পরগনার বনগাঁর প্রাক্তন বিধায়ক তথা জেলা পরিবহন দপ্তরের সদস্য জানান শুধু এই জেলা নয় উত্তর এবং দক্ষিণবঙ্গের প্রতিটি জায়গা থেকে মানুষ আসবেন,তাঁদের জন্য পরিবহন ব্যাবস্থা ঢেলে সাজানো হচ্ছে৷

Previous articleসুরক্ষিত হোক শিল্পী ও শিল্পের স্বাধীনতা-
Next articleএ এক অন্য দৌড় ।এক অন্য ম্যারাথন‌

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here