বাস সংগঠনের অভিনব প্রতিবাদ:

0
423

দেশের সময়ঃ ওয়েবডেস্ক:জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে আগামী সোম থেকে বুধবার শুধুমাত্র অফিস টাইমে অর্থাৎ সকাল ৮টা থেকে ১১টা এবং বিকেল ৩টে থেকে সন্ধ্যা ৭টা পর্যন্ত বাস চলবে৷ বেসরকারি বাস সংগঠন এক অভিনব প্রতিবাদে সামিল হচ্ছে। এই তিনদিন কেবলমাত্র অফিস ও স্কুল টাইমে সকাল ও বিকালে মাত্র দু’বার করে যাত্রীদের বাস পরিষেবা মিলবে। এ খবরে নিত্যযাত্রী সহ সাধারণ মানুষের মধ্যে দেখা দিয়েছে নতুন করে আশঙ্কা। কারণ, সকাল ১১টার পর আর বেসরকারি বাস পরিষেবা পাওয়া যাবে না। আবার, সন্ধে ৭টার পর বন্ধ হয়ে যাবে বেসরকারি বাস চলাচল। যাত্রীদের অভিযোগ, এই সিদ্ধান্তের ফলে অটো থেকে টোটোচালকদের ভাড়ার দৌরাত্ম্য বাড়বে। নাকাল হতে হবে নিত্যযাত্রী সহ আমজনতাকে। কারণ, যাত্রীদের সুবিধার্থে পর্যাপ্ত পরিবহণ সুবিধা দেওয়ার মতো পারিকাঠামো নেই, রাজ্য পরিবহণ দফতরের। বাস সংগঠনের এই হটকারী সিদ্ধান্তে, আগামী সোমবার থেকে বুধবার পথে বেরোনো মানুষকে আবার এক বিড়ম্বনার মধ্যে পড়তে হবে। যদি না সরকার এ ব্যাপারে বেসরকারি বাস মালিক সংগঠনের সঙ্গে কোনও রফা সূত্রে না আসতে পারে। সুত্রের খবর আগামী ১নভেম্বর দুপুর ১টা নাগাদ লেনিন সরণিতে বাস সিন্ডিকেটের দফতরের সামনে থেকে খালি গায়ে মিছিল করে ধর্মতলার লেনিন মূর্তি পর্যন্ত যাবেন বাস মালিকেরা৷এই প্রতিবাদে সামিল হয়েছেন দুই ২৪পরগনা সহ দুই মেদিনীপুর এবং বর্ধমানের বাস ও মিনিবাসের বিভিন্ন সংগঠন ও মালিকেরা৷

Previous articleছেলের জামিন চাইলেন আক্রান্ত পিতা: নীলাদ্রি ভৌমিক: বারাসত:
Next articleলোকসভার প্রস্ততিতে তৃণমূল কংগ্রেস: দেশের সময়,কলকাতা:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here