দেশের সময় ওয়েবডেস্কঃ সারা দেশেই করোনা গ্রাফ ঊর্ধ্বমুখী। বিপদের মুখে দাঁড়িয়ে মহারাষ্ট্র, কেরল, পাঞ্জাব, গুজরাট। পিছিয়ে নেই বাংলাও। দৈনিক সংক্রমণ তিনশো ছাড়িয়েছে গত কয়েকদিন ধরেই। সংক্রমণের হারও বেশি। রাজ্য স্বাস্থ্য দফতরের আজকের বুলেটিনে দেখা গেছে, রাজ্যে নতুন সংক্রমণ ধরা পড়েছে সাড়ে তিনশোর কাছাকাছি। চিন্তা বাড়িয়েছে কলকাতার করোনা পরিস্থিতি। এমনিতেই শহরে করোনা রোগীর সংখ্যা লাখের বেশ। কার ওপরে প্রতিদিনই একশো জনের কাছাকাছি নতুন সংক্রমণ ধরা পড়ছে। ভাইরাস সক্রিয় রোগীর সংখ্যাও বাড়ছে। অথচ করোনা বিধি প্রায় শিকেয় উঠেছে।
মহারাষ্ট্রে করোনা সংক্রমণ নিয়ে যেভাবে হইচই শুরু হয়ে গেছে, তাতে নজর ঘুরেছে বাংলার দিকেও। সংক্রমণে লাগাম টানতে না পারলে করোনার দ্বিতীয় ঢেউ আছড়ে পড়তে পারে এ রাজ্যেও। তাই যথেষ্টই উদ্বেগে রয়েছে রাজ্য স্বাস্থ্য দফতর। আমাদের রাজ্যে এমনতিও করোনা রোগীর সংখ্যা পাঁচ লাখের বেশি। ভাইরাস সক্রিয় রোগীও চড়চড় করে বাড়ছে। করোনায় মৃত্যু দশ হাজার ছাড়িয়ে গেছে। তাও লোকজনের টনক নড়েনি। রাস্তাঘাটে অধিকাংশের মুখেই মাস্ক নেই। সোশ্যাল ডিস্টেন্সিংয়ের বালাই নেই। বাসে-ট্রেনে একই বাদুড়ঝোলা ভিড়। দোকানে-বাজারে বহু মানুষের জমায়েত।
করোনার কোনও বিধিনিষেধই মানা হচ্ছে না, এমনই বক্তব্য কলকাতার পুরসভারও। বেশিরভাগ এলাকাতেই দেখা যাচ্ছে, লোকজনের মুখে মাস্ক নেই। অথবা মাস্ক নাকের নীচে ঝুলছে। বাজারগুলিতে একই রকম ভিড়। সকালে অফিস টাইমে বাসে ভিড়ও দেখবার মতো। কাজেই এ রাজ্যেও যে করোনা সংক্রমণ ফের হুড়হুড়িয়ে বাড়বে তেমন আশঙ্কাও দেখা দিয়েছে। রাস্তাঘাটে লোকজনকে করোনা বিধি মেনে চলার পরামর্শ দিচ্ছে পুরসভা। কড়া হচ্ছে পুলিশও। আগের মতোই কড়া নির্দেশিকা জারি হতে পারে বলে শোনা যাচ্ছে। মাস্ক, পারস্পরিক দূরত্বের বিধি না মানলে ব্যবস্থা নিতে পারে পুলিশ।
সাত দিন আগেই বাংলায় করোনা সংক্রমণ আড়াইশোর গণ্ডি পেরিয়েছিল। তারপর রোজই একটু একটু করে বেড়ে চলেছে। আজ এক লাফে ৩৪৭ জনে পৌঁছেছে। কলকাতায় নতুন সংক্রামিত ৯৯ জন। কলকাতার পরেই করোনা সংক্রমণের নিরিখে এগিয়ে আছে উত্তর ২৪ পরগনা ও হাওড়া। দক্ষিণ ২৪ পরগনাতেও সংক্রমণ বাড়ছে। উত্তরের জেলাগুলির মধ্যে দার্জিলিংয়ে সংক্রমণ বেশি। এদিকে নদিয়া ও দুই বর্ধমানেও কোভিড গ্রাফ বেড়ে চলেছে। স্বাস্থ্য দফতর জানাচ্ছে, রাজ্যে এখনও অবধি ৮৯ লাখের কাছাকাছি করোনা পরীক্ষা হয়েছে। আজই নমুনা টেস্ট হয়েছে ২০ হাজারের কাছাকাছি। করোনা পরীক্ষা আরও বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হতে পারে।
মহারাষ্ট্রে নতুন সংক্রমণ ২৫ লাখ ছাড়িয়ে গেছে। মুম্বইতে একদিনেই সংক্রমণ তিন হাজারের বেশি। ৩১ মার্চ অবধি কড়া নিয়ম জারি হয়েছে মারাঠা রাজ্যে। অন্যদিকে, পাঞ্জাবেও ৩১ মার্চ অবধি স্কুল-কলেজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছে সে রাজ্যের সরকার। পশ্চিমবঙ্গে যেভাবে সংক্রমণ বাড়ছে তাতে কড়া সতর্কতা জারি না হলে করোনা কার্ভ নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।