বসিরহাট পশ্চিম চক্র আয়োজিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা।

0
879

দেশের সময়,ওয়েবডেস্ক. অত্যন্ত উৎসাহ ও উদ্দীপনার সঙ্গে বসিরহাট ২নম্বর ব্লকের নদিয়া গ্রামের জাগৃতি সংঘের ময়দানে অনুষ্ঠিত হল নিম্নে বুনিয়াদি প্রাথমিক শিশু শিক্ষা কেন্দ্র ও মাদ্রাসা সমূহ ছাত্র-ছাত্রীদের ৩৬ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা। বসিরহাট পশ্চিম চক্র আয়োজিত ক্রীড়া প্রতিযোগিতায় বিভিন্ন বিভাগে কয়েক শো ছাত্র-ছাত্রী অংশ নেয়। এই প্রতিযোগিতার বিজয়ীরা পরবর্তীতে জেলাস্তরে অংশ নেবে। শিশুদের কলকাকলির সঙ্গে দেখা গেল বেশ কিছু নজরকাড়া ক্রীড়া নৈপুণ্য। প্রতিযোগীদের উৎসাহ দিতে উপস্থিত ছিলেন, পঞ্চায়েত সমিতির সভাপতি রূপা ঘোষ, সহ সভাপতি লক্ষ্মী বিশ্বাস, ধান্য কুড়িয়ার পঞ্চায়েত প্রধান শুক্লা পাহাড়, জাতীয় শিক্ষক হাজী আবুছালেক আহমেদ, নাজমুন নাহার(শিক্ষা) এবং অবর বিদ্যালয় পরিদর্শক মোরসেদুজ্জামান তরফদার। অতিথিরা বলেন, ছাত্র-ছাত্রীদের এই ক্রীড়া প্রতিযোগিতা যেমন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মধ্যে মেলবন্ধন ঘটে,পাশাপাশি নতুন প্রতিভাও আবিস্কার করা যায়।

:বসিরহাট ২ নম্বর ব্লকে পশ্চিমচক্রের উদ্যোগে প্রাথমিক স্তরের ছাত্র-ছাত্রীদের ক্রীড়া প্রতিযোগিতায় প্রতিযোগীদের উৎসাহ প্রদান করে বক্তব্য রাখছেন, জাতীয় শিক্ষক হাজী আবুছালেক আহমেদ ও অতিথিরা৷ ছবি:দেশের সময়৷

Previous articleরহিতের হাত ধরে ক্রিকেট মাঠে অজানা ‘নেলসন’ অধ্যায়
Next articleদেশের-কবিতা:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here