ফেসবুকে প্রেম,তারপর বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণ, বনগাঁ থানায় অভিযোগ তরুণীর

0
986

দেশের সময় ওয়েবডেস্কঃ ফেসবুক মাধ্যমে পরিচয়। এর পর ফোন নম্বর দেওয়া-নেওয়া। সেখান থেকেই প্রেমের শুরু। এরপর মুর্শিদাবাদের ওই যুবকের বিরুদ্ধে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে ধর্ষণের অভিযোগ দায়ের করেছেন উত্তর ২৪ পরগনার বনগাঁর এক তরুণী।

বনগাঁর ওই তরুণীর অভিযোগ, বছর দেড়েক আগে মুর্শিদাবাদের জয়ন্ত রায় নামে এক যুবকের সঙ্গে ফেসবুকে তাঁর পরিচয় হয়। এর পর দু’জনে জড়িয়ে পড়েন প্রেমের সম্পর্কে। তরুণীর দাবি, যুবক তাঁকে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে নিয়ে যায় নদিয়ার চাকদহে। সেখানে জয়ন্ত তাঁকে ধর্ষণ করার পর বিয়ে করতে অস্বীকার করে বলে অভিযোগ।

তরুণীর আরও অভিযোগ, জয়ন্ত তাঁকে দেহ-ব্যবসায় নামানোর জন্য জোর করতে থাকে। তাতে আপত্তি করাতেই তাঁকে পাচারের হুমকিও দেওয়া হয় বলে অভিযোগ। তরুণীর দাবি, তিনি চাকদহ থেকে কোনও মতে পালিয়ে আসেন বাড়ি । এরপর বাড়ি ফিরে এসে পরিবারকে সব কথা খুলে বলে এবং তাঁরা বনগাঁ থানায় অভিযোগ দায়ের করে ওই যুবকের বিরুদ্ধে। পরিবারের দাবি অভিযুক্ত জয়ন্তকে যথাযথ শাস্তি দেওয়া হোক। জয়ন্তের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করার পরই পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

Previous articleভোট পরবর্তী হিংসার ঘটনায় সিবিআই তদন্তের নির্দেশ হাইকোর্টের
Next articleযোগী-হেমন্তের মত পদক্ষেপ না নিলে বাংলাটা বাংলাদেশ -টু হবে, বনগাঁয় এসে বললেন শুভেন্দু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here