ফের চমক,তৃণমূলের তালিকায়, বসিরহাটে নুসরত, আসানসোলে মুনমুন,যাদবপুরে মিমি

0
715

দেশের সময় ওয়েব ডেস্কঃ সোমবারই দিদি বলেছিলেন, “মঙ্গলে ঊষা, বুধে পা।” কথা মতোই কাজ। মঙ্গলবার কালীঘাটে তাঁর বাড়িতে তৃণমূলের নির্বাচন কমিটির ১২ জন সদস্য ও জেলা সভাপতিদের নিয়ে বৈঠকের পর দলের প্রার্থী তালিকা ঘোষণা করে দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়।

দেখা গেল, আসনে দলের বর্তমান সাংসদদের প্রতি এ বার আস্থা নেই দিদির। তাই তাঁদের সরিয়ে দেওয়া হল। আনা হল জন নতুন মুখ। বাকি আসনে বর্তমান সাংসদদের উপরেই ভরসা রাখলেন মমতা।

পশ্চিমবঙ্গে ৪২টি আসনে মোট ৭ দফায় ভোট হবে। প্রথম দফা ১১ এপ্রিল, দ্বিতীয় দফা ১৮ এপ্রিল, তৃতীয় দফা ২৩ এপ্রিল, চতুর্থ দফা ২৯ এপ্রিল, পঞ্চম দফা ৬ মে, ১২ মে ষষ্ঠ দফা এবং ১৯ মে সপ্তম দফার ভোট হবে।

এক ঝলকে দেখে নিন সেই তালিকা:

দার্জিলিং: অমর সিংহ রাই

কোচবিহার: পরেশচন্দ্র অধিকারী

জলপাইগুড়ি: বিজয়চন্দ্র বর্মণ

আলিপুরদুয়ার: দশরথ তিরকে

রায়গঞ্জ: কানাইয়ালাল অগ্রবাল

বালুরঘাট: অর্পিতা ঘোষ

মুর্শিদাবাদ: আবু তাহের

জঙ্গিপুর: খলিলুর রহমান

বহরমপুর: অপূর্ব সরকার

কৃষ্ণনগর: মহুয়া মৈত্র

রানাঘাট: রূপালি বিশ্বাস

বনগাঁ: মমতাবালা ঠাকুর

বসিরহাট: নুসরত জাহান

বারাসত: কাকলি ঘোষ দস্তিদার

ব্যারাকপুর: দীনেশ ত্রিবেদী

দমদম: সৌগত রায়

কলকাতা উত্তর: সুদীপ বন্দ্যোপাধ্যায়

কলকাতা দক্ষিণ: মালা রায়

যাদবপুর: মিমি চক্রবর্তী

ডায়মন্ড হারবার: অভিষেক বন্দ্যোপাধ্যায়

জয়নগর:

মথুরাপুর: চৌধুরী মোহন জাটুয়া

মেদিনীপুর: মানস ভুঁইয়া

তমলুক: দিব্যেন্দু অধিকারী

ঘাটাল: দীপক অধিকারী (দেব)

ঝাড়গ্রাম: বীরবাহা সরেন

পুরুলিয়া: মৃগাঙ্ক মাহাতো

বিষ্ণুপুর: শ্যামল সাঁতরা

বাঁকুড়া: সুব্রত মুখোপাধ্যায়

আসানসোল: মুনমুন সেন

বর্ধমান-দুর্গাপুর: মুমতাজ সংঘমিতা

বর্ধমান পূর্ব: সুনীল মণ্ডল

বীরভূম: শতাব্দী রায়

বোলপুর: অসিত মাল

Previous article‌পুরীর জল্পনা উড়িয়ে, বারাণসী থেকেই প্রার্থী হচ্ছেন মোদি
Next articleবিজেপিতে যোগ দিলেন দুলাল বর, অনুমপ হাজরা, খগেন মুর্মু

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here