![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/DSP2021-771x1024.jpg)
দেশের সময় , গাইঘাটা: বিবাহবহির্ভূত সম্পর্কের জেরে এক যুবক আত্মহত্যাকরতে বাধ্য হয়েছেন, এই অভিযোগ তুলে এক গৃহবধূকে তাঁর চুল কেটে দিয়ে ব্যাপক মারধোরের অভিযোগ উঠল এলাকাবাসীর বিরুদ্ধে।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/annapurna-car-bazar-new-ad-1024x853.png)
ঘটনাটি ঘটেছে উত্তর ২৪ পরগনার গাইঘাটা এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এক গৃহবধূর সঙ্গে প্রায় সাত বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল প্রতিবেশী যুবক সুজয় মজুমদারের (২৬)। বৃহস্পতিবার ভোররাতে ট্রেনের সামনে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করেন সুজয়। গৃহবধূর কারণেই তিনি আত্মহত্যা করেছেন, এমন অভিযোগ তুলে মহিলাকে জুতোর মালা পরিয়ে গাছে বেঁধে মারধর করেন এলাকাবাসী। তাঁর চুল কেটে নেওয়া হয়।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/10/db-ad-scaled.jpg)
বৃহস্পতিবার সকালে ঠাকুরনগর রেলগেট এলাকায় বনগাঁ-শিয়ালদহ লাইনের উপরে সুজয়ের মৃতদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা খবর দেওয়া দেয় রেল পুলিশে। সেই খবর পেয়ে রেল পুলিশ এসে দেহ উদ্ধার করে। স্থানীয়দের অভিযোগ, ওই গৃহবধূর সঙ্গে এলাকার একাধিক ছেলের সম্পর্ক ছিল। সে কথা সম্প্রতি জানতে পারেন সুজয়। সেই কারণেই তিনি আত্মঘাতী হয়েছেন।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/RAJASTHAN-ADDS.jpg)
ওই মহিলাকে মারধরের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে গাইঘাটা থানার পুলিশ গৃহবধূকে উদ্ধার করে। তাঁকে থানায় নিয়ে যাওয়া হয়েছে। স্থানীয়রা গৃহবধূর শাস্তির দাবি তুলেছেন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/maasaradaroadlines02-scaled.jpg)
![](https://deshersamay.com/wp-content/uploads/2021/09/DEY-INTERNATIONAL-ad-scaled.jpg)