প্রথম দশে মাধ্যমিকের কৃতীরা জেলার স্কুলগুলির পড়ুয়া, তালিকায় রয়েছে বনগাঁ হাইস্কুলও

0
2146

দেশের সময় ওয়েবডেস্কঃ চলতি বছরের মাধ্যমিকের ফল প্রকাশিত হল বুধবার। অন্যান্য বছরের মতো এবছরও মেধা তালিকায় জেলার স্কুলগুলির জয়জয়কার। এবছর মেধাতালিকায় প্রথম ১০-এ জায়গা করে নিয়েছে মোট ৮৪ জন। তারমধ্যে কলকাতার কোনও স্কুলের নাম নেই। অর্থাৎ ৮৪ জনই জেলার বিভিন্ন স্কুলের পড়ুয়া।

মাধ্যমিকে প্রথম হয়েছে পূর্ব বর্ধমানের মেমারি বিদ্যাসাগর মেমোরিয়াল ইন্সটিটিউশনের অরিত্র পাল। তার প্রাপত নম্বর ৬৯৪। অর্থাৎ ৯৯.১৪ শতাংশ নম্বর পেয়েছে অরিত্র। মাধ্যমিকে এবার দ্বিতীয় হয়েছে দু’জন। ৬৯৩ পেয়ে বাঁকুড়ার ওন্দা হাইস্কুলের সায়ন্তন গড়াই ও পূর্ব বর্ধমানের কাটোয়ার কাশীরাম দাস ইন্সটিটিউশনের অভীক দাস হয়েছে দ্বিতীয়। তৃতীয় স্থান অধিকার করেছে তিনজন। বাঁকুড়ার কেন্দুয়াডিহি হাইস্কুলের সৌম্য পাঠক, পূর্ব মেদিনীপুরের ভবানীচক হাইস্কুলের দেবস্মিতা মহাপাত্র ও উত্তর ২৪ পরগনার রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোমের অরিত্র মাইতি অধিকার করেছে তৃতীয় স্থান। তিনজনেরই প্রাপ্ত নম্বর ৬৯০।

এক নজরে: মেধাতালিকানামস্কুলজেলাপ্রাপ্ত নম্বরঃ

প্রথমঅরিত্র দাস-মেমারি বিদ্যাসগর মেমোরিয়াল ইন্সটিটিউশন-পূর্ব বর্ধমান৬৯৪, দ্বিতীয়- সায়ন্তন গড়াই- ওন্দা হাইস্কুল-বাঁকুড়া- ৬৯৩, অভীক দাস- কাটোয়া কাশীরাম দাস ইন্সটিটিউশন- পূর্ব বর্ধমান- ৬৯৩, তৃতীয়সৌম্য পাঠক- কেন্দুয়াডিহি হাইস্কুল- বাঁকুড়া- ৬৯০, দেবস্মিতা মহাপাত্র- ভবানীচক হাইস্কুল- পূর্ব মেদিনীপুর ৬৯০, অরিত্র মাইতি- রহড়া রামকৃষ্ণ মিশন বয়েজ হোম- উত্তর ২৪ পরগনা ৬৯০, চতুর্থ- অগ্নিভ সাহা- বীরভূম জেলা স্কুল- বীরভূম-৬৮৯, পঞ্চম- অঙ্কিত সরকার- বংশীহারী হাইস্কুল- দক্ষিণ দিনাজপুর- ৬৮৮, স্বস্তিক সরকার – বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল-পূর্ব বর্ধমান-৬৮৮, রশ্মিতা সিনহা মহাপাত্র- বিক্রমপুর আর ডি হাইস্কুল- বাঁকুড়া- ৬৮৮, বিভাবসু মণ্ডল- গোরাবাজার ঈশ্বরচন্দ্র ইন্সটিটিউশন- মুর্শিদাবাদ- ৬৮৮, ষষ্ঠরিঙ্কি ঘটক- শিলিগুড়ি গার্লস হাইস্কুল- শিলিগুড়ি-৬৮৭, সুনৃত সিংহ- রায়গঞ্জ করোনেশন হাইস্কুল- উত্তর দিনাজপুর- ৬৮৭, অর্চিস্মান সাহা- বীরভূম জেলা স্কুল- বীরভূম- ৬৮৭, রাজিবুল ইসলাম- বীরভূম জেলা স্কুল- বীরভূম- ৬৮৭, সৌনক বিশ্বাস- বাঁকুড়া – ক্রিশ্চিয়ান কলেজিয়েট স্কুল- বাঁকুড়া৬৮৭, সৃজন সাহা- বর্ধমান মিউনিসিপ্যাল স্কুলপূর্ব – বর্ধমান- ৬৮৭, সোহম দাস- চন্দননগর কানাইলাল বিদ্যামন্দির- হুগলি- ৬৮৭, প্রিন্স কুমার সিং- পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ- পুরুলিয়া- ৬৮৭, অরিজিৎ প্রহরাজ দক্ষিণচক হাইস্কুল- পূর্ব মেদিনীপুর-৬৮৭,সপ্তর্ষি জানাজ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল- পূর্ব মেদিনীপুর- ৬৮৭, অস্মি চৌধুরী- অশোকনগর বাণিপীঠ গার্লস হাইস্কুল- উত্তর ২৪ পরগনা- ৬৮৭, সৌহার্দ্য পাত্র- খাড়িয়া ময়নাপুর হাইস্কুল- হাওড়া- ৬৮৭, সপ্তমকরণ দত্তমণীন্দ্রনাথ হাইস্কুল- কোচবিহার- ৬৮৬, ঋতম বর্মন- গোপালনগর হাইস্কুল- কোচবিহার- ৬৮৬,সোহান তামাং- মালদা জেলা হাইস্কুল- মালদা- ৬৮৬, শুভদীপ চন্দ্র- রামপুরহাট জীতেন্দ্রলাল বিদ্যাপীঠ- বীরভূম- ৬৮৬, অরণী চট্টোপাধ্যায়- বীরভূম জেলা স্কুল- বীরভূম-৬৮৬, অরিত্র মাজিবিবেকানন্দ শিক্ষায়তন হাইস্কুল- বাঁকুড়া- ৬৮৬, সাগ্নিক মিশ্র- কেন্দুয়াডিহি হাইস্কুল- বাঁকুড়া- ৬৮৬, সৌভিক সরকার- বর্ধমান সিএমএস হাইস্কুল- পূর্ব বর্ধমান- ৬৮৬, সুহা ঘোষ- চন্দননগর কৃষ্ণভাবিনী নারী শিক্ষা মন্দির- হুগলি- ৬৮৬,দিব্যকান্তি ঘোড়ুই- গোড়হাটি হরদাস ইন্সটিটিউশন- হুগলি- ৬৮৬, সম্প্রীতি কুণ্ডু- বদনগঞ্জ শ্রী শ্রী সারদামণি গার্লস হাইস্কুল- হগলি- ৬৮৬, রিচিক সামন্ত- ব্যাবট্টারহাট আদর্শ হাইস্কুল- পূর্ব মেদিনীপুর- ৬৮৬- পিয়াস প্রামাণিক- কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল- পূর্ব মেদিনীপুর- ৬৮৬, অনুষ্টুপ দাস- দক্ষিণেশ্বর হাইস্কুল- হুগলি- ৬৮৬, দেবাক্ষ সেনগুপ্ত- কান্দি রাজ হাইস্কুল- মুর্শিদাবাদ- ৬৮৬,সাহিত্য মণ্ডল- সারদা বিদ্যাপীঠ হাইস্কুল- দক্ষিণ ২৪ পরগনা- ৬৮৬, সৈয়দ মহম্মদ- তামিমবেনুপালচক হাইস্কুল- দক্ষিণ ২৪ পরগনা- ৬৮৬, অষ্টম- বরুণাদিত্য সাহা- জলপাইগুড়ি জেলা স্কুল- জলপাইগুড়ি- ৬৮৫, নাজনিন আজাদ- বামনগ্রাম এইচ এম এ এম হাইস্কুল- মালদা- ৬৮৫,মহম্মদ তাহেনুজ্জামানসিহোল হাইস্কুল- মালদা- ৬৮৫, সুপ্রতীক পণ্ডিত- দেউলপাড়া শুধারিনাথ বিদ্যানিকেতন- হুগলি-৬৮৫, অঙ্কিতা ঘোষ- গড় রাইপুর গার্লস হাইস্কুল- বাঁকুড়া- ৬৮৫,শুভঙ্কর মাইতিদাসপুর বিবেকানন্দ হাইস্কুল- পশ্চিম মেদিনীপুর- ৬৮৫, সৌম্যপ্রভ দে- কোলাঘাট থার্মাল পাওয়ার প্ল্যান্ট হাইস্কুল- পূর্ব মেদিনীপুর- ৬৮৫, মহাজ্ঞান দেবনাথ- বহরমপুর জগন্নাথ অ্যাকাডেমি- মুর্শিদাবাদ-৬৮৫, মঞ্জুশ হালদার- বনগাঁ হাইস্কুল- উত্তর ২৪ পরগনা -৬৮৫, অয়ন ঘোষ- দমদম বৈদ্যনাথ ইন্সটিটিউশন- উত্তর ২৪ পরগনা,৬৮৫, সৌম্যদীপ সরদার- দক্ষিণ বারাসাত শিবদাস আচার্য হাইস্কুল- দক্ষিণ ২৪ পরগনা- ৬৮৫, নবমশ্রেয়া সরকার- সুনীতিবালা সদর গার্লস হাইস্কুল- জলপাইগুড়ি- ৬৮৪,অঙ্কিতা মণ্ডল- বার্লো গার্লস হাইস্কুল- মালদা- ৬৮৪,অয়নদীপ শান্নিগ্রাহী- বিবেকানন্দ শিক্ষানিকেতন হাইস্কুল- বাঁকুড়া-৬৮৪, সাবর্ণ হাতি- সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুল- বাঁকুড়া- ৬৮৪, অনুশ্রী ঘোষ- আসানসোল উমারাণী গড়াই মহিলা কল্যাণ গার্লস হাইস্কুল- পশ্চিম বর্ধমান- ৬৮৪, উর্জসী মণ্ডল- কাটোয়া দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুল- পূর্ব বর্ধমান- ৬৮৪, শুভদীপ বন্দ্যোপাধ্যায়- মঙ্গলদা বিএনজি হাইস্কুল- পুরুলিয়া- ৬৮৪, তন্ময় বরদুমদা- ডি বীরেন্দ্র বিদ্যাপীঠ- পূর্ব মেদিনীপুর- ৬৮৪, শুভদীপ বৈদ্য- সারদা বিদ্যাপীঠ হাইস্কুল- দক্ষিণ ২৪ পরগনা- ৬৮৪, সায়ক বণিক- সারদা বিদ্যাপীঠ হাইস্কুল- দক্ষিণ ২৪ পরগনা- ৬৮৪, দশম- সম্প্রীতি রায় – মহারাণী ইন্দিরাদেবী বালিকা বিদ্যালয়- কোচবিহার- ৬৮৩, অয়ন শেঠ- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির- মালদা- ৬৮৩, দেবাঞ্জন দে- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির- মালদা- ৬৮৩, সায়ন কর্মকার- রামকৃষ্ণ মিশন বিবেকানন্দ বিদ্যামন্দির- মালদা- ৬৮৩, রূপসা সাহা- বালুরঘাট গার্লস হাইস্কুল – দক্ষিণ দিনাজপুর- ৬৮৩, জুনায়েদ হাসান- বিকেটিপিপি, প্রবীর সেনগুপ্ত – বিদ্যালয়- বীরভূম- ৬৮৩: দেবত্রেয় দাস- বিবেকানন্দ শিক্ষানিক্রতন হাইস্কুল- বাঁকুড়া- ৬৮৩, শঙ্খ শুভ্র চট্টোপাধ্যায়- রামহরিপুর রামকৃষ্ণ মিশন হাইস্কুল- বাঁকুড়া- ৬৮৩, অঙ্কন পাত্র- বিষ্ণুপুর হাইস্কুল- বাঁকুড়া- ৬৮৩, অঙ্কন দাস – বৈরাগ্যশাহপুর ইন্সটিটিশন- বাঁকুড়া- ৬৮৩, প্রভাত দত্ত- সোনামুখী বিন্দুবাসিনী জুবিলি হাইস্কুল- বাঁকুড়া- ৬৮৩, শেখ পারভেজ – জিথবনপাস শিক্ষানিকেতন- পূর্ব বর্ধমান- ৬৮৩, দেবায়ুধ ঘোষ- বর্ধমান মিউনিসিপ্যাল হাইস্কুল- পূর্ব বর্ধমান- ৬৮৩, অন্বেষা ভট্টাচার্য- ভৈরবনালা এসকেইউএস হাইস্কুল- পূর্ব বর্ধমান- ৬৮৩, শ্রীপর্ণা খাস- পুরীকাটোয়া দূর্গাদাসী চৌধুরানী গার্লস হাইস্কুল- পূর্ব বর্ধমান- ৬৮৩, আদিত্য পাণ্ডে- মহানাদ হাইস্কুল- হুগলি- ৬৮৩, তৃষা সরকার- গোঘাট ভগবতী বালিকা বিদ্যালয়- হুগলি- ৬৮৩,সায়ন বিশ্বাস- পুরুলিয়া রামকৃষ্ণ মিশন বিদ্যাপীঠ- পুরুলিয়া- ৬৮৩, সোহম মাইতি- জ্ঞানদীপ বিদ্যাপীঠ হাইস্কুল- পূর্ব মেদিনীপুর- ৬৮৩, চয়নিকা মুর্মু- প্রণবানন্দ বিদ্যাপীঠ গার্লস হাইস্কুল – মুর্শিদাবাদ- ৬৮৩, প্রিয়াংশু দাস- শ্রীচন্দ এমএন মেমোরিয়াল হাইস্কুল- দক্ষিণ ২৪ পরগনা-৬৮৩, সাগ্নিক মুখোপাধ্যায়- উত্তরপাড়া চিল্ড্রেনস ওন হোম- হুগলি- ৬৮৩, মেঘা মণ্ডল- উত্তরপাড়া মডেল স্কুলহুগলি-৬৮৩।

Previous articleমাধ্যমিকের ফল প্রকাশিত হল,বাড়ল পাশের হার, প্রথম মেমারির অরিত্র,শীর্ষে পূর্ব মেদিনীপুর! মার্কশিট বিলি ২২ জুলাই থেকেমাধ্যমিকে বাড়ল পাশের হার, শীর্ষে পূর্ব মেদিনীপুর!
Next articleকোভিড যোদ্ধাদের কেউ মারা গেলে চাকরি পাবেন পরিবারের একজন: ঘোষণা মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here