দেশের সময় ওয়েবডেস্কঃ প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত সহযোগিতা বাড়াতে দ্বিপাক্ষিকা আলোচনা চালিয়ে যেতে চায় ভারত ও আমেরিকা। মঙ্গলবারই এনিয়ে দু’দেশের আধিকারিকদের বৈঠকে চুক্তি স্বাক্ষরিক হয়েছে। ভারতের তরফে সই করেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রকের প্রতিরক্ষা উৎপাদক দপ্তরের সচিব রাজ কুমার এবং আমেরিকার পক্ষে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রকের ডিফেন্স ফর অ্যাকুইজিশন অ্যান্ড সাসটেইমেন্ট বিভাগের আধিকারিক এলেন লর্ড। এছাড়াও অসম্পূর্ণ প্রকল্পগুলিও দ্রুত শেষ করার চেষ্টা করা হবে, সিদ্ধান্ত নিয়েছে দু’দেশ।
প্রতিরক্ষা সরঞ্জাম তৈরি ও উন্নয়নের ক্ষেত্রে সহযোগিতা মজবুত করাই এই বৈঠকের উদ্দেশ্য ছিল। ভারত ও আমেরিকা যৌথভাবে আরও উন্নত প্রযুক্তির দিকে কীভাবে এগোতে পারে, তার রূপরেখা তৈরি করে দেওয়া ছিল ডিটিটিআই–এর কাজ।
২০১৯ সালের অক্টোবরে ডিটিটিআইয়ের বৈঠকে স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর বা এসওপি স্থির করা হয়েছিল। পেন্টাগনের তরফে বিবৃতি দিয়ে বলা হয়, ‘প্রতিরক্ষা ক্ষেত্রে প্রযুক্তিগত সহায়তা বৃদ্ধি, খুঁটিয়ে পরিকল্পনা করা এবং ডিটিটিআইয়ের আওতাভুক্ত প্রকল্পগুলির কাজ এগিয়ে নিয়ে যাওয়া।’