প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজি বাহিনীর শতায়ু সৈনিক

0
853

রমন ভৌমিক,দিল্লি: এই প্রথম রাজধানীতে প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে নেতাজি সুভাষচন্দ্র বসুর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি বা আইএনএ–এর চারজন সৈনিক অংশ নিলেন। তাঁদের মধ্যে সব থেকে বয়স্ক ১০০ বছরের ভাগমল ১৯৪২ সাল আইএনএ–তে যোগ দিয়েছিলেন। এখন তিনি হরিয়ানার মানসরে থাকেন। বাকি তিনজন হলেন, পঞ্চকুলার বাসিন্দা, ৯৮ বছরের লল্‌তি রাম, নরনৌলের বাসিন্দা, ৯৭ বছরের হিরা সিং এবং চণ্ডীগড়ের পরমানন্দ যাদব। আইএনএ–এর চার সেনানীই হুড খোলা জিপে ছিলেন। তাঁদের সামনে এবং পিছনে ছিলেন ভারতীয় জওয়নরা।

প্যারেডের ডেপুটি কমান্ডার মেজর জেনারেল রাজপাল পুনিয়া বললেন, নেতাজির বাহিনীর সবাইকে খুঁজে পাওয়া খুব কঠিন কাজ। তার উপর জীবিত জওয়ানদের সন্ধান মেলা আরও দুষ্কর ছিল। তাঁরা যাঁদের নাম এবং সন্ধান পেয়েছেন তাঁদের আমন্ত্রণ জানিয়েছেন। তাঁদের উপস্থিতি তে এবারের প্রজাতন্ত্র দিবস অন্য মাত্রা পেল। ছবি- সংগৃহীত,

Previous articleপ্রজাতন্ত্র দিবসে রাজ্যবাসীকে টুইটে শুভেচ্ছা জানিয়েছেন মুখ্যমন্ত্রী,এর বেশি কিছু জানেনা রুদ্রনীল
Next articleহিটম্যানের ব্যাট আর কুলদীপের ভেল্কিতে কিউয়ি বধ ভারতের

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here