পদ্মসম্মান প্রত্যাখ্যান, বুদ্ধদেব চান না আধিকারিকরা বাড়িতে পৌঁছন, জানালেন সূর্য

0
390

দেশের সময় ওয়েবডেস্কঃ প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বর্ষীয়ান সিপিএম নেতা বুদ্ধদেব ভট্টাচার্য পদ্মভূষণ সম্মান প্রত্যাখ্যান করেছেন। মঙ্গলবার রাতে দলের তরফে বুদ্ধদেববাবুর বিবৃতিও প্রকাশিত হয়েছে। কিন্তু সিপিএমের অনেকের ধারণা কেন্দ্রের তরফে এর পরেও ফোন মারফত্‍ বার্তা আসতে পারে। এমনকি সরকারি আধিকারিকরা প্রায় শয্যাশায়ী বুদ্ধদেব ভট্টাচার্যের পাম এভিনিউয়ের বাড়িতেও পৌঁছে যেতে পারেন। তা যাতে না হয় তাই বুদ্ধবাবুর বার্তা আগাম টুইট করে জানিয়ে দিলেন সিপিএম রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র।

সূর্যবাবু লিখেছেন, বুদ্ধবাবু সকলকে অনুরোধ করেছেন যে, তাঁর বর্তমান শারীরিক অবস্থার কথা বিবেচনা করে সরকারি কর্মকর্তা-সহ অন্য কেউ যেন পদ্মভূষণ পুরস্কারের ব্যাপারে ফোন না করেন বা দেখা না করেন। এ বিষয়ে যে কোনও যোগাযোগ তাঁর বাড়িতে বা সিপিআই(এম) রাজ্য দফতরে ডাক মাধ্যমে করা যেতে পারে।”

সিপিএমের এক নেতার কথায়, তাঁরা মনে করছেন এক্ষেত্রে রাজ্যপাল তৎপর হয়ে উঠতে পারেন। বুদ্ধদেববাবুর বাড়িতে কেন্দ্রের দূত হিসেবে হাজির হতে পারেন দুম করে। তা যাতে না হয় সে কারণেই বুদ্ধদেব ভট্টাচার্যের বার্তাবাহক হয়ে মঙ্গল ও বুধবারের মাঝের রাতে টুইট করলেন সূর্য মিশ্র।

পদ্মভূষণ প্রাপক হিসেবে বুদ্ধদেব ভট্টাচার্যের নাম ঘোষণা হতেই তোলপাড় পড়ে গিয়েছিল সিপিএমে। পার্টিতে আলোচনা করেই বুদ্ধদেববাবুর সঙ্গে কথা বলেন সূর্যবাবু। তারপর ছোট্ট বিবৃতিতে প্রাক্তন মুখ্যমন্ত্রী জানান, তিনি এই পুরস্কার প্রত্যাখ্যান করছেন।

সিপিএমের বক্তব্য, বুদ্ধদেব ভট্টাচার্যের সেই সংক্ষিপ্ত বিবৃতিও কোনও কোনও সংবাদমাধ্যম বিকৃত করেছে। সূর্যবাবু টুইটে এও লিখেছেন, “তাঁর (বুদ্ধদেববাবুর) মস্তিষ্ক আগের চেয়ে সক্রিয়।আলোচ্য বিষয়ে তাঁর প্রতিক্রিয়া হুবহু প্রকাশ করার দায়িত্ব আমাদের।” অর্থাত্‍ এই সংক্রান্ত যা প্রতিক্রিয়া দেওয়ার তা দল দেবে।

Previous articleBAGDAH: বাগদা সীমান্তে মৃতদেহ উদ্ধার
Next article26 January Republic Day Live: প্রজাতন্ত্র দিবস: দেশবাসীকে শুভেচ্ছাবার্তা প্রধানমন্ত্রীর, সংবিধানের মৌলিক অধিকার রক্ষার অঙ্গীকার মুখ্যমন্ত্রীর

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here