নিজের পাসপোর্ট নিজে বানান,বিস্তারিত জানতে পড়ুন

0
1042

দেশের সময় ওয়েবডেস্কঃ আপনি কি পাসপোর্টের আবেদন করার কথা ভাবছেন? তার জন্য চিন্তার কোন কারণ নেই। অন্যের উপরে নির্ভর করতে হবে না আপনাকে৷নিজের পাসপোর্টের জন্য নিজেই আবেদন করুন নির্দিধায়। একেবারেই চিন্ত মুক্ত ভাবে। ঠিক ঠিক পদ্ধতিতে আবেদন করলে খুব সহজেই পাসপোর্ট পেয়ে যাবেন হাতের মুঠোয়৷

আগের মতো এখন আর পাসপোর্টের জন্য লম্বা লাইনে দাঁড়িয়ে ফর্ম তুলতে হয় না। পাসপোর্ট পাওয়ার জন্য কাউকে ঘুষ দিতে হয় না। অনলাইনে নিজেই নিজের আবেদন করুন। নিয়ম মেনে দেড় হাজার টাকা জমা দিন অনলাইনে। এর পরে নির্দিষ্ট দিনে কয়েক ঘণ্টা সময় হাতে নিয়ে যেতে হবে আপনার সুবিধা মতো এলাকার পাসপোর্ট অফিসে। তার পরে কয়েকটা দিন অপেক্ষা করতে হবে।

এমনকী আপনি যদি পাসপোর্ট অফিসকে জানিয়ে দেন তবে আপনার পাসপোর্টের আবেদনপত্র কী অবস্থায় আছে, কবে প্রিন্ট হল, কখন ডেলিভারির জন্য ক্যুরিয়ার করা হল— সব কিছুই আপনাকে এসএমএস এবং মেল করে জানানো হবে।

কীভাবে আবেদন করবেন—

প্রথমেই passportindia.gov.in ওয়েবাসাইটে যান। সেখানে অনলাইনে ফর্ম ফিল-আপ করতে পারেন। আবার আবেদনপত্র ডাউনলোড করে ধীরেসুস্থে ফিল-আপ করে পাঠাতে পারেন।

আপনাকে সে জন্য প্রথমে নিজের নামে মেল আইডি দিয়ে রেজিস্ট্রেশন করতে হবে। এর পরে লগ-ইন করে আবেদনপত্র অ্যাটাচ করে পাঠিয়ে দিন। সেই সঙ্গে আপনার পছন্দমতো পাসপোর্ট অফিসে এবং পছন্দমতো দিনে অ্যাপয়েন্টমেন্ট করে নিন। মনে রাখবেন এই দিনটায় নির্দিষ্ট সময়ে আপনাকে হাজির হতে হবে যাবতীয় প্রমাণ-পত্র নিয়ে। সেগুলি পরীক্ষা নিরীক্ষার পরেই আপনার দায়িত্ব শেষ।

নতুন নিয়ম অনুযায়ী এই দিন থেকেই সাত দিনের মধ্যে আপনার হাতে চলে আসবে পাসপোর্ট। যাঁদের জন্মের প্রমাণপত্র নেই তাঁদের জন্য একটি এফিডেফিট প্রয়োজন। বাবা-মায়ের পাসপোর্ট থাকলে এক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। তা না হলেও অসুবিধা নেই। সেক্ষেত্রে বাবার সচিত্র পরিচয়পত্র দিলেও কাজ চলে যায়।

তবে মনে রাখতে হবে পাসপোর্ট পাওয়ার জন্য একটা বিষয় সবার আগে মনে রাখা দরকার। আবেদনকারীর নাম কোনও ফৌজদারি মামলার সঙ্গে যুক্ত থাকলে চলবে না। কোনও রকম তথ্য গোপন করলেও সমস্যা হতে পারে।

তাড়াতাড়ি পাসপোর্ট পেতে হলে অনলাইনেই তৎকাল পাসপোর্টের আবেদন করা যায়। সাত দিনের মধ্যে পেতে হলে খরচ ৫ হাজার টাকা আর ১৪ দিনের মধ্যে পেতে চাইলে খরচ ৪ হাজার টাকা।

আরও বিস্তারিত জানতে passportindia.gov.in-এ ক্লিক করুন।

Previous articleমোদী-মমতার টক্কর শুরু হতে যাচ্ছে রাজ্য জুড়ে
Next articleপথে নেমে বদলের দাবি রাখলেন একদল মহিলা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here