দেশের সময় ওয়েবডেস্কঃ ফের করোনা সংক্রমণের ঘটনা ঘটল কলকাতা পুলিশে। কোভিডে আক্রান্ত হলেন নিউ মার্কেট থানার এক সাব ইনস্পেক্টর। তাঁর স্ত্রী ও মেয়ের শরীরেও করোনা ভাইরাস পজিটিভ মিলেছে বলে জানা গিয়েছে। তিনজনকেই হাসপাতালে ভর্তি করা হয়েছে। যদিও রবিবার দুপুর পর্যন্ত এ ব্যাপারে কিছু জানায়নি স্বাস্থ্য ভবন।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, কয়েকদিন ধরেই জ্বর, সর্দি, কাশির মতো উপসর্গ দেখা যাচ্ছিল আক্রান্ত এসআই-এর মধ্যে। শুক্রবার থানায় এসে তিনি অসুস্থ হয়ে পড়েন। শনিবার তাঁর এবং তাঁর পরিবারের বাকিদের লালা রসের নমুনা পরীক্ষার জন্য পাঠানো হয়। তাতে রিপোর্ট এসেছে পজিটিভ।
কলকাতা পুলিশে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল এপ্রিলের তৃতীয় সপ্তাহে। কোভিডে আক্রান্ত হয়েছিলেন গার্ডেনরিচ থানার ওসি। তারপর একে একে উত্তর কলকাতার দুই থানার পুলিশকর্মী, প্রগতি ময়দান থানার আধিকারিক ও বউ বাজার থানার ওসি-র করোনা সংক্রমণের খবর মেলে।প্রসঙ্গত, ১৬ দিন চিকিৎসার পর সপ্তাহ দুয়েক আগে করোনাকে হারিয়ে কাজে যোগ দেন বউবাজার থানার ওসি সিদ্ধার্থ চক্রবর্তী। সস্ত্রীক করোনা আক্রান্ত হয়েছিলেন তিনি। এই পুলিশ আধিকারিকের স্ত্রীও সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বউবাজার থানার ওসি কাজে যোগ দেওয়ার পর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও শুভেচ্ছা জানান তাঁকে। তা ছাড়া কয়েকদিন আগে আনন্দপুর থানার এক সার্জেন্টও কোভিড আক্রান্ত হয়েছেন।
দুদিন আগেই মুখ্যমন্ত্রী নবান্নের সাংবাদিক বৈঠকে জানিয়েছিলেন, অনেক পুলিশকর্মী করোনায় আক্রান্ত হচ্ছেন। তাঁর বাড়ির কাছে পোস্টিং থাকা সাত-আটজন পুলিশেরও করোনা ধরা পড়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। যদিও ইতিবাচক হল এই যে, পুলিশের মধ্যে করোনা আক্রান্তদের অনেকেই সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন।