হৈমন্তী রায় ঠাকুর : নিউটাউন:
দুর্গা পুজো প্রায় দরজায় কড়া নাড়ছে। মহালয়ার দিন আকাশবাণীর প্রভাতী অনুষ্ঠান “মাহিষাসুর্মিরদিনী “–তে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রোর চন্ডী স্তোত্র শুনে বাঙালির পুজো শুরু হয়। ৮৮ বছর এই অভ্যাসে অভ্যস্ত আপামর বাংলা।
বিশেষ করে বর্তমানে আমরা যে ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে যাপন করছি , সেই কথা মাথায় রেখেই কোলকাতা উপনগরী নিউটাউন এর অধিবাসীরা অশুভ শক্তির বিনাশ করে শুভ শক্তির আরাধনায় মহড়া দিচ্ছেন প্রতি উইকেন্ডে।
তাদের এবছর পুজোর মূল আকর্ষণ ” মাহিষাসুর্মিরদিনী” । অনুষ্ঠানে অংশ নিচ্ছেন সায়ন, অতসী, শ্রমনা,সুস্মিতা,তাপসী,শান্তা, কাকলী,মিঠু,রূপ,অঙ্গনা, অদিতি,কল্যাণ এবং হৈমন্তী।
এই অনুষ্ঠানের উদ্দেশ্য বর্তমান সোশ্যাল মিডিয়ার কঠিন শাসনে ক্রীতদাস হয়ে সামাজিক অভ্যেস প্রায় পাল্টাতে বসেছি। ঐতিহ্য ও ইতিহাস বিলুপ্তির পথে। পুরোনো সব খারাপ আর নতুন সব ভাল এই ধারণা সঠিক নয় তা প্রমাণ করা। সেই সঙ্গে বিশিষ্ঠ সংগীত পরিচালক পঙ্কজ মল্লিক সহ বাণীকুমার এবং বীরেন্দ্রকৃষ্ণ ভদ্র ওনাদের প্রতি বিনম্র শ্রদ্ধা জ্ঞাপন ও শুভ শক্তির আহ্বান করা এই অনুষ্ঠানের ইউএসপি।