দেশের সময় ওয়েব ডেস্কঃ আগুন যেন তাড়া করে বেড়াচ্ছে কলকাতাকে,বাগরি, গড়িয়াহাটের পর শহরের বুকে ফের ভয়াবহ অগ্নিকাণ্ড। বৃহস্পতিবার ভোরে ভয়াবহ আগুনে পুড়ে ছাই নিউটাউনের শাপুরজি মার্কেটের প্রায় ৩০টি দোকান। ঘটনায় দু’জন আহতও হয়েছেন। এর মধ্যে এক দোকানের মালিককে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। দমকলের পাঁচটি ইঞ্জিন আগুন নিয়ন্ত্রণে আনে। এদিন ভোর ৪ টে নাগাদ নিউটাউনের শাপুরজি মার্কেটে আগুনের লেলিহান শিখা দেখতে পান সেখানকার বাসিন্দারা। সঙ্গে সঙ্গে খবর যায় দমকলে। ছুটে যান দোকান মালিক এবং কর্মীরা। জিনিস সরানোর কাজ যেমন তারা শুরু করেন, পাশাপাশি আগুন নেভানোর প্রাথমিক কাজও শুরু করেন। ওই মার্কেটে বেশ কিছু ছোট হোটেল এবং রেস্টুরেন্ট রয়েছে। রয়েছে ঝুপড়ি দোকান। দমকলের প্রাথমিক অনুমান, সেইসব দোকানের কোনও একটি থেকেই আগুন লেগেছে। এর পাশেই রয়েছে হাইটেনশন লাইন। ফলে সেই তারের সংস্পর্শে গিয়ে আগুন ছড়াতে পারে বলে অনুমান দমকলের। আগুন লাগার পর বেশ কয়েকটি সিলিন্ডার বিস্ফোরণ হয়। সেরকমই এক বিস্ফোরণে ইনসান মোল্লা নামে এক ব্যক্তি আহত হন। তাঁকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আগুন নেভাতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন এক দমকলকর্মীও। দমকলের পাঁচটি ইঞ্জিনের ঘন্টা দু’য়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানা গেছে।