নামল পারদ,থাকবে বড়দিন পর্যন্ত,বলছে হাওয়া অফিস

0
783

দেশের সময় ওয়েব ডেস্ক: ঘূর্ণিঝড় ‘‌ফেতাই’‌ এর প্রভাব কাটিয়ে বুধবার সকাল থেকেই আকাশ পরিস্কার৷ ঝলমলে রোদ৷ ফলে তাপমাত্রাও নামছে দ্রুত৷ একলাফে অনেকটাই নেমে গেল তাপমাত্রা৷ সোজা কথায়, শীত পড়ল দক্ষিণবঙ্গ সহ কলকাতায়৷ আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৪.১ ডিগ্রি সেলসিয়াস৷ শুধু কলকাতা নয়, হাড় কাঁপানো শীত পড়েছে রাজ্যের অন্যান্য জেলাতেও৷ সান্দাকফুতে শুরু হয়েছে তুষারপাত। দার্জিলিংয়েও পারদ নেমে গিয়েছে অনেকটাই। আজ দার্জিলিংয়ের তাপমাত্রা ২ ডিগ্রি সেলসিয়াস। ঠান্ডায় কাঁপছে জেলাগুলিও৷ মঙ্গলবার কলকাতায় দিনের সর্বোচ্চ তাপমাত্রা ছিল ১৮.৯ ডিগ্রি সেলসিয়াস৷ স্বাভাবিকের চেয়ে ৮ ডিগ্রি কম৷
হাওয়া অফিস জানিয়েছে, এই হাড় কাঁপানো ঠান্ডা বড়দিন পর্যন্ত থাকবে৷ তবে আকাশ পরিস্কার হওয়ায় দিনের তাপমাত্রা বাড়তে পারে৷ পুরুলিয়ায় পারদ নেমে গিয়েছে ১০ ডিগ্রি সেলসিয়াসের আশপাশে৷‌ বৃষ্টির কোনও পূর্বাভাস আপাতত নেই। হুহু করে নামছে তাপমাত্রা। বৃহস্পতিবার থেকে জাঁকিয়ে শীত পড়বে। বড়দিনে শীতের চাদর যে গাঁয়ে লাগবে তার আগাম বার্তাই পাওয়া গেল হাওয়া অফিস সূত্রে।

Previous article‘দ্য কুইন অফ হিলস্ সিমলা’- কোন এক শীতে রেল পথে সুন্দরী সিমলা ঘুরে আসুন
Next articleকলকাতা পুরসভার উপনির্বাচনে প্রথম তৃণমূল,দ্বিতীয় বিজেপি..বিস্তারিত জানতে পড়ুন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here