দু’টি কবিতা: মলয় গোস্বামী

0
1103
“যদি আগে”
মলয় গোস্বামী
আজ ব্লেড দিয়ে সত্যি কথাগুলো লিখছো। অথচ পোড়া দেশলাইকাঠি ভেবে যতগুলো দিন ফেলে দিয়ে এলে তখন মিথ্যেগুলোও লিখতে নরম তুলি দিয়ে!
আজ ঠিকমতন ব্লেড ধরতেও পারছ না!
ঘ্যাঁচ করে ধারালো কোণা ঢুকে গিঁথে যাচ্ছে বুড়ো আঙুলের মধ্যে!
ব্যথায় তোমার চোখ দিয়ে জল পড়ছে, তবু বিজয়ের ভঙ্গিতে বুড়ো আঙুল তুলতে গিয়ে দেখলে
ব্লেড উড়ন্ত পতাকার মতন ঢুকে আছে
স্বাভাবিকভাবে রক্তও পড়ছে টুপটাপ…
আজ ব্লেড দিয়ে সত্যি কথাগুলো লিখছ, অথচ গতকাল যদি লিখতে…

“একটি সরল কবিতা”

মলয় গোস্বামী
কারা কাদের ভাতের থালা টান মেরেছে সন্ধেবেলা
তা কি আমি জানি!
আমার গলার কারে বাঁধা এই পৃথিবীর গোলক ধাঁধা
তাকেই শুধু টানি।
আমার ছোট্ট ঠোঁটের খাঁজে জোৎস্না আসে মাঝে মাঝে
হঠাৎ হঠাৎ সূর্য এসে পড়ে
পাহাড় আমায় খেলার ছলে উদার করার কী কৌশলে
গানের মতন সরল করে গড়ে।

কিন্তু কাদের ভাতের থালা কে ফেলেছে সন্ধেবেলা

সম্ভব কী আমার পক্ষে জানা?
কে বিবাদী কে-ই বা বাদী কে-ই বা পোড়ায় রাত্রি বা দিন
এসব আমার ছোট্ট মনে মানা।
Previous articleপাঁচ রাজ্যের বিপর্যয়ে এ রাজ্যেও বিজেপির রাশ আলগা হওয়ার সম্ভাবনা
Next article৩৯তম জেলা যোগাসন প্রতিযোগিতা আয়োজিত হলো বনগাঁ-য়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here