দিল্লিতে পা রাখলেন মমতা বন্দ্যোপাধ্যায়

0
555

দেশের সময় ওয়েবডেস্কঃ সোমবার বিকেলেই দিল্লিতে পৌঁছেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ দিল্লিতে ঠাসা কর্মসূচি রয়েছে তাঁর৷

তৃণমূল সূত্রের খবর,মমতার এবারের দিল্লি সফরেও গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মুকুল রায়৷ এ দিন বিকেলে মুখ্যমন্ত্রী দিল্লি পৌঁছনোর পর পরই মুকুলও পৌঁছন রাজধানীতে৷ দিল্লি সফরে থাকাকালীন বিরোধী দলের একাধিক শীর্ষ নেতাদের সঙ্গে আলোচনা করার কথা মুখ্যমন্ত্রীর৷ সংসদেও যেতে পারেন তিনি৷

আর দিল্লির রাজনীতিতে নিজের দীর্ঘদিনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে মমতার এই সফরে বিরোধীদের সঙ্গে সেতুবন্ধনে গুরুত্বপূর্ণ ভূমিকা নিতে চলেছেন মুকুল৷ মুকুল রায় আগে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের ভূমিকায় ছিলেন৷ বর্তমানে সেই দায়িত্বে নিয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়৷ কিন্তু মুকুল রায় তৃণমূলে যোগ দেওয়ার দিনই মুখ্যমন্ত্রী জানিয়ে দিয়েছিলেন, দলে আগের মতোই গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলাবেন মুকুল রায়৷

মমতার দিল্লি সফর নিয়ে মুকুল সংবাদমাধ্যমে বলেন, ‘মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কার কার বৈঠক হবে, তা এখনও ঠিক হয়নি৷ তবে বিধানসভা নির্বাচনে জয়ের পর তিনি যখন দিল্লি এসেছেন, তার তো আলাদা তাৎপর্য থাকবেই৷’

প্রসঙ্গত, আগে দিল্লিতে এলেই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঠিকানা হত ১৮৩, সাউথ অ্যাভিনিউয়ের এই বাড়ি৷ কিন্তু মাঝে সেই বাড়ির স্থায়ী বাসিন্দা নাম লিখিয়েছিলেন পদ্ম শিবিরে৷ ফলে দিল্লির এই বাড়ির বাইরেও লেগেছিল বিজেপি-র পতাকা, ব্যানার৷ বিধানসভা নির্বাচনের পরেই পুরনো ঘরে ফিরেছেন মুকুল রায়৷

তাই মমতা বন্দ্যোপাধ্যায় দিল্লি আসার আগেই সাউথ অ্যাভিনিউয়ে মুকুল রায়ের বাড়ি ফিরে গেল পুরনো চেহারায়৷ বাড়ির বাইরে ফের লাগানো হল তৃণমূলের ব্যানার৷ তাতে জ্বলজ্বল করছে মমতা এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি৷

উল্লেখ্য,২০১৭ সালে বিজেপি-তে যোগ দিয়েছিলেন মুকুল রায়৷ বিজেপি-তে যোগদানের পরই তাঁর দিল্লির বাড়িরও ভোলবদল হয়েছিল৷ গেরুয়া পতাকা থেকে শুরু করে পদ্মের ছবি দেওয়ার ব্যানার, পোস্টার দেখা যেত বাড়ির বাইরে৷ রাজ্য বিজেপি নেতাদের আনাগোনাও লেগে থাকত দিল্লির এই বাড়িতে৷ অথচ এক সময়ে দিল্লিতে মমতার চেনা ঠিকানা ছিল মুকুল রায়ের এই বাড়ি৷ কারণ দীর্ঘ দিন দিল্লি এসে এই বাড়িতেই উঠতেন মমতা৷ এবার অবশ্য তিনি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বাড়িতেই থাকবেন বলে জানাগিয়েছে৷

Previous articleরুপো নয়, সোনার পদকই পাবেন মীরাবাঈ চানু? জোর আলোচনা নেটমাধ্যমে ! কেন জানুন
Next articleদিল্লি পৌঁছেই বিনীতের সঙ্গে সাক্ষাৎ মমতার.জল্পনায় ফের ধনখড়-যুদ্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here