তৃণমূলের সোশ্যাল মিডিয়া সেলের আলোচনাসভা

0
743

দেশের সময় ওয়েব ডেস্ক: আগামী লোকসভা নির্বাচনের আগে সমাজের বিভিন্ন ক্ষেত্রের বিশিষ্ট ব্যক্তিদের নিয়ে এবার তিন পর্বের তিনটি বিষয় নিয়ে আলোচনা সভার আয়োজন করেছে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের মিডিয়া সেল। আগামী ৯ ডিসেম্বর কলকাতার উত্তম মঞ্চে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তা হিসাবে থাকছেন,রাজনীতিক, সাহিত্যিক,চিকিৎসক,কর্পোরেট কর্তা থেকে রামকৃষ্ণ মিশনের সন্ন্যাসী৷ এই কর্মসূচির প্রথম পর্বে কালো টাকা ও প্রতিশ্রুতিভঙ্গ নিয়ে মোদী সরকারের বিরুদ্ধে সরব হতে পারেন বাজপেয়ী মন্ত্রিসভার অর্থমন্ত্রী যশবন্ত সিনহা’৷ দ্বিতীয় পর্বে স্বাস্থ্য পরিষেবা শীর্ষক আলোচনায় অংশ নেবেন,নিমাইচন্দ্র নাথ, ত্রিদিব ব্যানার্জি, রেজাউল করিমের মতো চিকিৎসকেরা৷ আর,তৃতীয় পর্বে বাংলার বহুত্ববাদ নিয়ে বক্তব্য রাখবেন, সাহিত্যিক শীর্ষেন্দু মুখোপাধ্যায়, প্রাক্তন বিচারপতি নাদিরা পাথেরিয়া, বেলুড় বি-এড কলেজের অধ্যক্ষ স্বামী তত্ত্বস্বরানন্দজি, নবনিযুক্ত লোকায়ুক্ত অসীমকুমার রায় ও কাস্টমস. ও এক্সাইজের অবসরপ্রাপ্ত ডিজি অভিজিৎ ভট্টাচার্য। এই পর্বে তৃণমূলের রাজ্য সভাপতি সুব্রত বকসীও অন্যতম বক্তাি ৷ তিনটি পর্বের সঞ্চালনায় তৃণমূলের সাংসদ ডেরেক ও ব্রায়েন এবং সোশ্যাল মিডিয়া সেলের দুই নেতা সুপর্ণ মৈত্র ও কনেল দীপাংশু চৌধুরী ৷

Previous article“যারা খারাপ কাজ করেছিল তাদের দল থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে”
Next articleআজ দলে তিনটি পরিবর্তন আনতে পারেন স্প্যানিশ কোচ, পড়ুন বিস্তারিত

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here