তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণা হচ্ছেনা আজ, নির্বাচনী কমিটির বৈঠকের পরে সিদ্ধান্ত

0
1185

দেশের সময় ওয়েবডেস্কঃ আজ, সোমবার বিকেলে তৃণমূলের প্রার্থী তালিকা ঘোষণা করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, তেমনটাই কথা ছিল। নির্বাচনী বৈঠকও হয়েছিল সেই মতো। দুপুরে জানা গেল, আজ ঘোষণা হচ্ছে না প্রার্থীতালিকা। ঠিক সময়মতো তা প্রকাশ করা হবে বলে জানা গেছে তৃণমূল সূত্রে।


এদিন বৈঠকের পরে সৌগত রায় বলেন, “ইলেকশন ক্রাইটেরিয়া নিয়ে আলোচনা করার জন্যে আজ মিটিং করা হল। প্রার্থী তালিকা মমতা বন্দোপাধ্যায় চূড়ান্ত করে ফেলেছেন, শীঘ্রই প্রকাশ করা হবে। দেরি হওয়ার জন্য প্রথম ও দ্বিতীয় দফা প্রচারের সময় কমছে, তা আমরাও জানি। কিন্তু ঠিক সময়ে বলা হবে প্রার্থীদের নাম। আমরা মনে করেছি তাই ভোটের তারিখ ঘোষণার দিনে প্রার্থী তালিকা ঘোষণা হয়নি এ বছর।”

পার্থ চট্টোপাধ্যায়ও একই সুরে বলেন, “আমাদের বৈঠকে আলোচনা হয়েছে। ঠিক সময়ে প্রার্থী তালিকা ঘোষণা করে দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।”

এদিন দুপুরে তৃণমূল ভবনে সাংবাদিক বৈঠক করেন সুব্রত মুখোপাধ্যায়। বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানাতে গিয়ে কংগ্রেস ও সিপিএম-কে একযোগে আক্রমণ করেন তিনি। বলেন, “জাতপাতের রাজনীতিতে বিজেপি দুই বন্ধু পেল, কংগ্রেস ও সিপিএম।” গতকাল ব্রিগেড জমায়েতের প্রসঙ্গ তুলে সুব্রত দাবি করেন, বাম-কংগ্রেস ভেদাভেদের রাজনীতি করছে। ব্রিগেডের মঞ্চের একাধিক ঘটনা তারই প্রমাণ। তাঁর দাবি, বাম ও কংগ্রেসের চরিত্রে দাগ লেগেছে গতকাল। সে দাগ তারা নিজেরাই লাগিয়েছে।

বিজেপি সরকার ও নরেন্দ্র মোদীর বিরুদ্ধে সালোচনা করতে গিয়ে সুব্রত বলেন, বাংলায় বিনিয়োগের ক্ষেত্রে মোদী ও অমিত শাহ একের পর এক ভাঁওতা দিচ্ছেন। মিথ্যে কথা বলছেন। তাঁর কথায়, “বাংলার মতো জনস্বার্থমূলক প্রকল্প দেশের কোনও রাজ্যে নেই। খাদ্যসাথীতে ২০ লক্ষেরও বেশি মানুষ উপকৃত। এর পরেও বাংলায় বাইরে থেকে বিনিয়োগ নিয়ে মোদী-শাহ মিথ্যে বলছেন।”


সুব্রত মুখোপাধ্যায় জানান, ক্ষুদ্র ও মাঝারি শিল্পে ৬৩ হাজার কোটি টাকা ঋণ দিয়েছে ব্যাঙ্ক। সঙ্গে রয়েছে বিনিয়োগকারীদের মূলধন। তার পরেও মোদী ও অমিত শাহ মিথ্যে অভিযোগ করছেন বিনিয়োগ নিয়ে।
কিন্তু এখন প্রশ্ন হল, প্রার্থী তালিকা ঘোষণা হওয়ার সময়ক্ষণ নির্দিষ্ট করেও তা পিছিয়ে যাওয়ায় কি নেতিবাচক প্রভাব পড়ল না জনমানসে, এ প্রশ্ন তুলেছেন অনেকেই।

Previous articleএবার কলকাতা পুলিশের বিরুদ্ধে অভিযোগ, লালবাজারকে চিঠি গেরুয়া শিবিরের
Next articleমমতার পাশে তেজস্বী যাদব ! বললেন,’পূর্ণ শক্তি দিয়ে দিদিকে সমর্থন করব

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here