তুলার আর্থিক উন্নতি, মীনের দিন কাটবে খুশিতে,পড়ুন রাশিফল

0
751

মেষ – বাড়িতে কাজ ঘিরে বিবাদ। ব্যবসায় ক্ষতির আশঙ্কা। হতে পারে বাড়তি খরচ। আর্থিক দিক ভাল নয়। যোগ ব্যায়াম ভাল ফল দেবে।

বৃষ – স্বাস্থ্যে গুরুত্ব দিন। দিনটি মজায় কাটবে। মনের জোরে বিপদ থেকে উদ্ধার। রয়েছে প্রাপ্তি যোগ। অতিরিক্ত খরচ চিন্তায় রাখতে পারে। 

মিথুন – আজ ব্যবসার যোগ। ভাই বোনের সঙ্গে হতে পারে বিবাদ। বাড়িতে আত্মীয়দের আগমণের সম্ভাবনা। ভ্রমণ পরিকল্পনা স্থগিত রাখাই ভাল। 

কর্কট – স্বাস্থ্যে উন্নতির সুযোগ। পেতে পারেন অর্থনৈতিক সুবিধা। জরুরি কাজ সম্পাদনের সম্ভাবনা। তবে আজ অপ্রিয় সত্য কথা শুনতে হতে পারে। 

সিংহ – দূরের আত্মীয়দের সঙ্গে বিবাদের আশঙ্কা। বিশ্বস্ত বন্ধুর থেকে হতে পারে ক্ষতি। তবে দীর্ঘদিনের রোগভোগ থেকে মিলতে পারে মুক্তি। 

কন্যা – স্বাস্থ্যে উন্নতির সুযোগ। পরিবাবের সদস্যদের আচরণ বিরক্তি তৈরি করতে পারে। স্ত্রীয়ের চাহিদায় চাপ তৈরি হতে পারে। কর্মক্ষেত্রে উন্নতি।

তুলা – পেটের সমস্যা বিপাকে ফেলবে। আঘাত থেকে সতর্ক থাকুন। ব্যবসায় উন্নতির যোগ। আর্থিক উন্নতি আজ নিশ্চিত। দিনটি ব্যস্ততায় কাটবে।

বৃশ্চিক – স্বাস্থ্য ভালই থাকবে। ঘরে অতিথি আসবে। কাজে সুনাম বৃদ্ধি। সন্তানের জন্য শুভ দিন। প্রতিবেশীকে সাহায্য করতে গিয়ে অপমানের আশঙ্কা।

ধনু – শারীরিক সমস্যার কারণে কাজে ক্ষতি। চিকিৎসায় বাড়তে পারে খরচ। আজ স্বপ্ন পূরণের সম্ভাবনা। প্রত্যাশা মাফিক উাপার্জন হবে না। 

মকর – ব্যবসায়ীদের জন্য দিনটি ভাল। তবে চুরি থেকে সাবধান। আটকে থাকা পরিকল্পনা বাস্তবায়িত হতে পারে। জলপথে বিপদের আশঙ্কা। 

কুম্ভ – মানসিক দিকে চাপ থাকবে। ব্যবসায় ঋণমুক্তি। আর্থিক যোগাযোগ আসবে। আত্মীয়ের সঙ্গে সম্পত্তি নিয়ে বিবাদ। পেটের ব্যাথা ভোগাতে পারে।

মীন – আজ দিনটি খুশিতে কাটবে। নিজের জন্য সময় পাবেন। আসতে পারে বাড়তি কাজের সুযোগ। তবে রাস্তায় চলাচলের সময় সাবধান হোন। 

Previous articleমহিলাদের ব্ল্যাকমেল করার প্রতিবাদে বাগদায় আক্রান্ত বিজেপি নেত্রী!
Next articleরাজ্যের একাধিক জেলায় শৈত্যপ্রবাহের সতর্কতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here