ঠাকুরনগরে মোদীর সভাকে কেন্দ্র করে মুকুলের রুদ্ধদ্বার বৈঠক ঠাকুর বাড়িতে

0
1129

দেশের সময় ওয়েবডেস্কঃ কোন রকম রাজনৈতিক পতাকা ছাড়াই শুধুমাত্র একটি ধর্মীয় অনুষ্ঠানে ঠাকুরনগরে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি, এমনই দাবি এই সভার অন্যতম উদ্যোক্তা মতুয়া মহাসঙ্ঘের কর্মকর্তা শান্তনু ঠাকুর এর Iপ্রধানমন্ত্রীর সভা কোথায় হবে সেটা খতিয়ে দেখার জন্য রবিবার সকালে ঠাকুর বাড়িতে আসেন বিজেপি নেতা মুকুল রায়। বিজেপি জেলা সভাপতি প্রদীপ ব্যানার্জি, বনগাঁ মন্ডলের নেতা দেবদাস মন্ডল, শান্তনু ঠাকুর এবং অন্যান্য হাতেগোনা কয়েকজন বিজেপি নেতা এদিন সকাল থেকে দফায় দফায় ঠাকুরবাড়িতে একান্ত রুদ্ধদ্বার বৈঠক করেন পরে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মুকুল রায় বলেন বিভিন্ন দেশ থেকে উদ্বাস্তু হয়ে ভারতে আশ্রয় নেওয়া হিন্দু

নাগরিকদের নাগরিকত্ব দেওয়ার জন্য লোকসভা এবং রাজ্যসভায় বিল আসছে এ ব্যাপারে নরেন্দ্র মোদি বিশেষ উদ্যোগ নিয়েছেন ৷অন্য এক প্রশ্নের উত্তরে তিনি বলেন কংগ্রেস তৃণমূল সহ সমস্ত বিরোধীরা এককাট্টা হয়ে নরেন্দ্র মোদির সরকারের বিরোধিতা শুরু করেছে, এতে আখেরে কোন লাভ হবে না কারণ কেন্দ্রের বিজেপি সরকার জনস্বার্থে কাজ করছে৷ এদিন সকালে ঠাকুরবাড়ি সংলগ্ন মাঠে গিয়ে দেখা যায় সেখানে মূলত দাপিয়ে বেড়াচ্ছেন শান্তনু ঠাকুরের লোকজন৷ উল্লেখ্য জানুয়ারি থেকে ৫ ফেব্রুয়ারি পর্যন্ত মমতা বালা ঠাকুরের নেতৃত্বে সারা ভারত মতুয়া মহাসংঘ ঠাকুরবাড়িতে ঠাকুর বাড়ি সংলগ্ন মাঠে একটি ধর্মীয় সভা করবে বলে

প্রশাসনের কাছ থেকে অনুমোদন নেয় এর পাশাপাশি শান্তনু ইতিমধ্যে আলাদাভাবে মতুয়া মহাসঙ্ঘের সভা করার জন্য সেখানে অনুমোদন পেয়েছে আর এই নিয়েই ঠাকুরবাড়িতে চাপা উত্তেজনা তৈরি হয়েছে ফলে

প্রধানমন্ত্রীর ঠাকুর বাড়িতে আসা কে কেন্দ্র করে নানা গুঞ্জন শুরু হয়েছে এদিন সকালে তৃণমূলের জেলা সভাপতি জ্যোতিপ্রিয় মল্লিক তিনি ঠাকুর বাড়িতে যান নি শেষ খবর পাওয়া অনুযায়ী তিনি চাঁদপাড়া এলাকায় বিশেষ বৈঠক করছেন দলীয় কর্মীদের নিয়ে৷অন্য দিকে বড় মা চিন্তিত ধর্ম সভা নিয়ে৷

Previous articleমমতাকে বাগে আনতে ফের সিবিআই আক্রমণ
Next articleতৃণমূলের চাপে পিছুহটল বিজেপি, পরিবর্তন হল সভাস্থল

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here