দেশের সময় ওয়েবডেস্কঃ
ঝাড়খণ্ডে বিধানসভা নির্বাচনের ভোট গণনা চলছে। হাড্ডাহাড্ডি লড়াই চলছে কংগ্রেস জোট ও বিজেপির মধ্যে। সকালের দিকে কংগ্রেস-ঝাড়খণ্ড মুক্তি মোর্চা জোট এগিয়ে থাকলেও পরে এগিয়ে যায় বিজেপি।
এই মুহূর্তে দুই পক্ষের মধ্যে তুমুল লড়াই চলছে। ২-১টি আসনে কখনও এগিয়ে যাচ্ছে বিজেপি, কখনও এগিয়ে যাচ্ছে কংগ্রেস জোট। কংগ্রেসের আসন সংখ্যা অবশ্য গতবারের চেয়ে বেশ খানিকটা বেড়েছে।
৮১ আসনের ঝাড়খণ্ড বিধানসভায় সরকার গড়তে প্রয়োজন ৪২টি আসন। দেখে নিন এখন কোন দলের কী অবস্থা।
মোট আসন: ৮১
কংগ্রেস জোট: ৩৯
বিজেপি: ৩২
জেভিএম: ৩
অন্য: ৭