জ্যোতিপ্রিয়কে পাশে নিয়ে বললেন, জিতে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করব, নুসরত

0
689

দেশের সময়ওয়েবডেস্কঃ বৃহস্পতিবার মধ্যমগ্রাম তৃণমূল কার্যালয়ে এসে জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতৃত্বের সঙ্গে লোকসভা ভোটের প্রচার কর্মসূচি নিয়ে আলোচনা করলেন নুসরত জাহান। এদিন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল শীর্ষ নেতৃত্বের সঙ্গে আলোচনায় বসেন বসিরহাট লোকসভা কেন্দ্রের এই তৃণমূল প্রার্থী৷ তাঁর কণ্ঠ স্বরে নিজের কেন্দ্রে জয় নিয়ে যে বেশ আত্মবিশ্বাসী তৃণমূল প্রার্থী নুসরত সেটা বোঝা গেল এদিনের আলোচনায়৷


এদিন বসিরহাট লোকসভা কেন্দ্র নিয়ে দলীয় প্রার্থীর সঙ্গে জেলা তৃণমূল কংগ্রেসের শীর্ষ নেতাদের কে নিয়ে আলোচনা করেন তিনি। পরে পার্টি অফিসেই সাংবাদিক বৈঠক করেন। তিনি বলেন, ‘বাংলার মুখ্যমন্ত্রী মানুষের পাশে থেকে রাজ্যে উন্নয়ন করে চলেছেন।

ফলে মানুষ উন্নয়নের সঙ্গে আছে, তৃণমূল কংগ্রেসের সঙ্গেই আছে। অভিনেত্রী আলাদা স্বত্ত্বা, তবে মানুষের কথা ভেবেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি, সঙ্গে থাকব এবং এই লড়াইতে জিতে মুখ্যমন্ত্রীর হাত শক্ত করব।’

মধ্যমগ্রাম দলীয় কার্যালয়ে এদিন উপস্থিত ছিলেন উত্তর ২৪ পরগনা জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা রাজ্যের খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, জেলা তৃণমূল কংগ্রেসের পর্যবেক্ষক তথা পানিহাটির বিধায়ক নির্মল ঘোষ, জেলা পরিষদের পূর্ত দফতরের কর্মাধ্যক্ষ নারায়ণ গোস্বামী সহ অন্যান্যরা৷

Previous articleঅর্জুন বিজেপি-তে যোগ দিতেই ভাটপাড়ায় ভাঙন
Next articleতৃমমূল ভাঙিয়েই এ রাজ্যে বিজেপির রাস্তা তৈরি করতে চাইছেন মুকুল রায়

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here