গ্রাহকদের খরচ বাড়ছে, জানিয়ে দিল মুকেশ ‌আম্বানির সংস্থা রিলায়েন্স জিও

0
872

দেশের সময় ওয়েবডেস্কঃ মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও মঙ্গলবার জানিয়ে দিল, মোবাইল থেকে ফোন কল এবং ডেটা ব্যবহারের খরচ বাড়ানো হবে আগামী কয়েক সপ্তাহের মধ্যেই। ডিসেম্বর থেকেই মোবাইলে ফোন কল এবং ইন্টারনেটের খরচ বাড়ানোর ঘোষণা করেছে ভারতী এয়ারটেল এবং ভোডাফোন, তার পরের দিনই বিবৃতি দিও জিও জানিয়ে দিল তাদের খরচও বাড়তে চলেছে।

জিও-র তরফে বলা হয়েছে, টেলিকম রেগুলেটরি সংস্থা ট্রাই শুল্ক নিয়ে আলোচনা শুরু করতে চলেছে। একটি বিবৃতিতে তারা জানিয়েছে, “অন্যান্য অপারেটরদের মতোই, আমরাও সরকারের সঙ্গেই কাজ করি এবং ভারতীয় গ্রাহকদের সুবিধার্থে নিয়ন্ত্রকের নিয়মাবলী মেনে চলি, এবং পদক্ষেপ গ্রহণ করি, তার মধ্যেই রয়েছে, আগামী কয়েক সপ্তাহে শুল্ক বাড়ানো, এমনভাবে তা করা হবে, যাতে ডেটা ব্যবহারে খারাপ প্রভাব না পড়ে।”

Previous articleদক্ষিণ দিনাজপুরের জেলাশাসককে তীব্র ভর্ৎসনা মুখ্যমন্ত্রীর
Next articleআজকের দিন আপনার রাশির জন্য কেমন জানুন:

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here