গোবরডাঙা ফাঁড়ি এবার থানায় রূপান্তরিত হচ্ছে।

0
749

নীলাদ্রি ভৌমিক: গোবরডাঙ্গা:উত্তর ২৪ পরগনার গোবরডাঙা ফাঁড়ি এবার থানায় রূপান্তরিত হচ্ছে। আগামী ১৫ নভেম্বর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দুপুরে সরকারি অনুষ্ঠান এবং ঠাকুরবাড়ির সর্বময়কর্ত্রী বীণাপাণি ঠাকুর ওরফে মতুয়া সম্প্রদায়ের বড়মার জন্ম শতবর্ষ উপলক্ষে দু’টি অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই দলনেত্রীর ঠাকুরনগর আসাকে কেন্দ্র করে তৃণমূল নেতৃত্ব এবং কর্মীরা সভা সফল করতে জোসরকদমে প্রচার শুরু করেছে। ঠাকুরনগর স্কুল মাঠে মুখ্যমন্ত্রীর জন্য হ্যালিপেড তৈরি করা হয়েছে। জেলা পুলিশ সুপার কে সুধাকর রাও নিজে অনুষ্ঠান স্থল পরিদর্শন করে, প্রয়োজনীয় নির্দেশ দিয়েছেন। তার আগেই ১৪ নভেম্বর গোবরডাঙা থানা হিসাবে স্বীকৃতি পেতে চলেছে। নতুন ওসি বর্তমান’ ফাঁড়ির বর্তমান আধিকারিক কাজল বন্দ্যোপাধ্যায় দায়িত্বভার নিচ্ছেন। বারাসত জেলা পুলিশের থানার সংখ্যা গোবরডাঙাকে নিয়ে দাঁড়াল ১৬টি তে। এই খবরে খুশি গোবরডাঙাবাসী। পুরপ্রধান সুভাষ দত্ত বলেন, আমাদের দীর্ঘদিনের চাহিদাকে সম্মান জানিয়েছেন মুখ্যমন্ত্রী গোবরডাঙার আইন-শৃঙ্খলা রক্ষায় সময়োচিত উদ্যোগ নিয়েছেন। পুরবাসীর পক্ষ থেকে তাঁকে আমরা অভিনন্দন জানাই ।

Previous articleনৌকাদৌড় প্রতিযোগিতায় সেরা হয়ে মুখ্যমন্ত্রীর মানরাখতে চান চাঁদা পানচিতা গ্রামবাসী:
Next articleবড়মা-র জন্মশতবর্ষে আসছেন মুখ্যমন্ত্রী,যুদ্ধকালীন প্রস্তুতি ঠাকুর নগর ঠাকুর বাড়িতে ঃ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here