কেঁপে উঠল কাশ্মীর, কম্পন দিল্লিতেও, ভূমিকম্প উত্তর ভারত জুড়ে

0
463

মঙ্গলবার বিকেলে কেঁপে উঠল দিল্লি। কম্পন ছড়াল জম্মু-কাশ্মীর-সহ গোটা উত্তর ভারতে। ভারত-পাকিস্তান সীমান্তবর্তী এলাকাতেও কম্পন অনুভূত হয়েছে। মার্কিন জিওলজিক্যাল সার্ভের রিপোর্ট বলছে, রিখটার স্কেলে কম্পনের তীব্রতা ছিল ৬.৩। কম্পনের কেন্দ্রস্থল পাকিস্তানের লাহোর থেকে ১৭৮ কিলোমিটার দূরত্বে।

বিকেল সাড়ে ৪টে নাগাদ কম্পন অনুভূত হয় রাজধানীতে। আতঙ্কে অনেকেই রাস্তায় বেরিয়ে আসেন। বহুতল এবং অফিসগুলোর সামনে ভিড় দেখা যায়। ফেসবুক, টুইটারে অনেকেই পোস্ট করে সতর্ক করতে থাকেন। উত্তরাখণ্ডের দেহরাদূন ও পঞ্জাবের চণ্ডীগড়েও কম্পন অনুভূত হয়েছে।

একই ভাবে কম্পন অনুভূত হয়েছে পাকিস্তানের লাহোর ও ইসলামাবাদেও। আবহবিদরা জানিয়েছেন, পাকিস্তানই মূলত এই ভূমিকম্পের উৎসস্থল। যার রেশ ছড়িয়ে পড়ে উত্তর ভারতের বিভিন্ন জায়গাতেও। রাজধানী দিল্লি ও তার সংলগ্ন এলাকা-সহ জম্মু-কাশ্মীরের পুঞ্চ জেলাতেও কম্পন অনুভূত হয়। দিল্লি এবং আশেপাশের এলাকায়কম্পন স্থায়ী হয়েছিল ৪০-৫০ সেকেন্ড। তবে এখনও পর্যন্ত হতাহতের খবর মেলেনি। জানা যায়নি ক্ষয়ক্ষতির পরিমাণও।


মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের মীরপুর থেকে ৩ কিলোমিটার দূরত্বে জোরালো কম্পন অনুভূত হয় এ দিন দুপুরে। এর আফটার শক দীর্ঘক্ষণ। গত মাসেই পর পর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠেছিল উপত্যকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। এপিসেন্টার ছিল নেপাল সীমান্ত।
মার্কিন জিওলজিক্যাল সার্ভে জানিয়েছে, পাক অধিকৃত কাশ্মীরের মীরপুর থেকে ৩ কিলোমিটার দূরত্বে জোরালো কম্পন অনুভূত হয় এ দিন দুপুরে। এর আফটার শক দীর্ঘক্ষণ। গত মাসেই পর পর দু’বার ভূমিকম্পে কেঁপে উঠেছিল উপত্যকা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৪.৬। এপিসেন্টার ছিল নেপাল সীমান্ত।

Previous articleমহালয়া পর্যন্ত টানা বৃষ্টি, জোড়া ঘূর্ণাবর্তে ভাসবে কলকাতা সহ দক্ষিণবঙ্গ ভারী বৃষ্টির সতর্কতা
Next articleতিনকন্যা – কুমোরটুলির মহিলা শিল্পীরা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here