অন্বেষা সেন, কলকাতা,
ইন্দ্রজিৎ, রায়শান্তিনিকেতন,দেশের সময়:
কখনো বাউল গানে, কখনোও ভাদু-টুসু কখনো বা সাঁওতালি গানের মাধ্যমে, করোনাভাইরাস নিয়ে সচেতনতার কাজে কলকাতার পাশাপাশি উত্তর ২৪ পরগনার বনগাঁ, বীরভূম জেলা পুলিশ প্রশাসনের ভূমিকা অভিনবত্বের তালিকায় শীর্ষে থাকার দাবি রাখে।
মানুষকে সচেতন করতে বনগাঁর মেয়ে সোমা দেবনাথ নিজেই গান লিখে শহরের বিভিন্ন পাড়ায় পাড়ায় Social Distancing নিয়ে প্রচার করে চলেছেন একাই। সঙ্গী শুধু তাঁর গীটার। দেখুন সেই গানের ভিডিও:
অন্যদিকে বীরভূম জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে রাস্তায়; করোনাভাইরাস সম্পর্কিত বিভিন্ন ছবি এঁকে শুরু করলেন করোনা সচেতনতার প্রচার।
বীরভূম জেলা পুলিশ সুপার শ্যাম সিং বাবুর এই ভাবনাকে সমাদর জানিয়েছেন শান্তিনিকেতন বোলপুর এর বিভিন্ন স্তরের মানুষজন। শান্তিনিকেতন থানার ওসি কস্তুরী মুখোপাধ্যায়ের কথায়
শান্তিনিকেতন তথা কলাভবনের বিভিন্ন শিল্পীদের নিয়ে বোলপুর শান্তিনিকেতনের বিভিন্ন জায়গায় চিত্রকলার মাধ্যমে সচেতনতা ছড়াতে চেষ্টা করছি যাতে করোনাভাইরাস মহামারীর রূপ না নেয়।
বনগাঁর প্রাক্তন বিধায়ক গোপাল শেঠ বলেন,বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা করোনা নিয়ে সচেতনতার কবিতা-গান শুনে অনেক মানুষ অনুপ্রাণিত হয়ে তাঁরাও গান লিখছেন এবং গাইছেন, তেমনই বনগাঁর এই কলেজ পড়ুয়া মেয়ে সোমা দেবনাথ নিজেই গান লিখে তাতে সুর দিয়ে করোনা নিয়ে বনগাঁর মানুষকে সচেতন করে চলেছেন, এটাই আমাদের গর্ব এবং নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের এরাই বাংলার প্রকৃত কন্যাশ্রী৷