করোনা আতঙ্কের জের: এক নজরে দেখে নেওয়া যাক কী কী বন্ধ থাকছে বাংলায়

0
1362

দেশেরসময় ওয়েবডেস্কঃ রাজ্যে করোনাভাইরাস নিয়ে আতঙ্ক বাড়ছে। আর এই পরিস্থিতিতে যত রকমের সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া যায় নিয়ে চলেছে রাজ্য সরকার। এক নজরে দেখে নেওয়া যাক কী কী আপাতত বন্ধ থাকছে বাংলায়।

১। আপাতত স্থগিত থাকছে রাজ্যের পুরভোট।

২। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে ছুটি ১৫ এপ্রিল পর্যন্ত।

৩। সিনেমা হল বন্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত। কোনও রিয়্যালিটি শোয়ের শ্যুটিং হবে না।

৪। সব অডিটোরিয়ামে সব শো আপাতত বন্ধ থাকছে। থিয়েটারের শো হবে না।

৫। চিড়িয়াখানায় পর্যটকদের যাওয়া বন্ধ।

৬। ধর্মীয় স্থানে পর্যটকদের যাওয়া, ভোগ বিতরণ বন্ধ।

৭। চা বাগান বন্ধ থাকবে ৩১ মার্চ পর্যন্ত।

৮। কোনও জঙ্গলে পর্যটকদের সাফারি হবে না। বন্ধ সুন্দরবন ভ্রমণও।

৯। বন্ধ থাকবে রাজ্যের সব সুইমিং পুল, স্টেডিয়াম।

১০। আপাতত বন্ধ থাকবে জাতীয় গ্রন্থাগার।

Previous articleকরোনার জের:কলকাতা-সহ ৮৮টি পুরসভায় বসছে প্রশাসক
Next articleঅবশেষে স্বস্তি মিলল বনগাঁবাসির,বেলেঘাটা হাসপাতাল থেকে ছুটি পেলেন মুস্তাফি পাড়ার বৃদ্ধ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here