করোনা আতঙ্ক:রাজ্যের সমস্ত আধার কার্ড কেন্দ্র বন্ধের নির্দেশ নবান্নের

0
593

দেশের সময় ওয়েবডেস্কঃ বুধবার থেকে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে একলাফে ১৫ জন। এই পরিস্থিতি কেন্দ্র ও রাজ্য উভয় স্তরেই তৎপরতাও বেড়েছে চোখে পড়ার মতো। বৃহস্পতিবার দুপুরে করোনা রুখতে রাজ্যের সমস্ত আধার কার্ড কেন্দ্রগুলি অনির্দিষ্ট কালের জন্য বন্ধের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এই মর্মে জেলায় জেলায় নির্দেশিকাও পাঠিয়ে দিয়েছে নবান্ন।

বিশ্ব স্বাস্থ্য সংস্থা তথা ‘হু’-এর নির্দেশ মোতাবেক কেন্দ্রীয় সরকার রাজ্যে রাজ্যে যে নির্দেশিকা পাঠিয়েছে, সেই অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে নবান্ন। সমস্ত জেলাশাসক, পুরসভার চেয়ারম্যান, জেলা পরিষদের সভাধিপতি, কর্পোরেশনের মেয়রকে এই নির্দেশিকা পাঠিয়েছে রাজ্য সরকার। বলা হয়েছে, দ্রুততারসঙ্গে আধার কার্ড কেন্দ্র বন্ধ করতে হবে।


এদিন বিকেলেই নবান্নে বেসরকারি হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে বৈঠক করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওই বৈঠক থেকে বড় কোনও সিদ্ধান্ত ঘোষণা হতে পারে বলে মনে করছেন পর্যবেক্ষকদের অনেকে। একের পর এক নির্দেশ জারি করছে সরকার। দিঘায় পিকনিক বন্ধ করার নির্দেশ জারি করেছে দিঘা-শঙ্করপুর উন্নয়ন পর্ষদ। সব মিলিয়ে সাধারণ মানুষের মধ্যেও উদ্বেগ বাড়ছে৷


করোনাভাইরাসের থাবা পড়েছে ভারতেও। ইতিমধ্যেই আক্রান্তের সংখ্যা ১৭৬। মৃত্যুও হয়েছে তিনজনের। কী ভাবে এই পরিস্থিতি মোকাবিলা করতে হবে তা নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যা আটটায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বুধবার সন্ধ্যায় একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেন প্রধানমন্ত্রী। তারপরেই প্রধানমন্ত্রীর অফিসের তরফে টুইট করে এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।


ইতিমধ্যেই দেশের বেশিরভাগ রাজ্যেই ৩১ মার্চ পর্যন্ত স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয় বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশ্চিমবঙ্গে স্কুলের ছুটি বাড়িয়ে ১৫ এপ্রিল পর্যন্ত করা হয়েছে, বন্ধ করা হয়েছে সুইমিং পুল, স্টেডিয়াম, সিনেমা হলও। এবার সেই তালিকায় যুক্ত হল আধার কার্ড কেন্দ্রও।

Previous articleদেশজুড়ে বাড়ছে ট্রেন বাতিলের সংখ্যা, এখনও পর্যন্ত ১৫৫
Next articleকরোনায় চতুর্থ মৃত্যু ভারতের পাঞ্জাবে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here