ঈদের প্রস্তুতি বোলপুরে

0
765

ইন্দ্রজিৎ রায় ,শান্তিনিকেতন:

চাঁদের অবস্থান অনুযায়ী আগামী বুধবার বিশ্বব্যাপী পালিত হতে চলেছে মুসলিম সম্প্রদায়ের পবিত্র ঈদ উল ফিতর। গত একমাস পবিত্র রোজা ও ইফতার পালন করেছেন ধর্মপ্রাণ মুসলিম রা। বুধবার পশ্চিমবঙ্গের সর্বত্র জায়গার পাশাপাশি বীরভূমেও রোজার নামাজে প্রার্থনায় সামিল হবেন সবাই।

তার প্রস্তুতিও তুঙ্গে। বীরভূমের বোলপুরে বিভিন্ন শপিং মল সহ বাজারে ভিড় চোখে পড়ার মত। ছেলে থেকে বুড়ো ও ঘরের মেয়েরা সবাই এখন ব্যস্ত উৎসবের আগের কেনাকাটায়। লেহেঙ্গা চুরিদার থেকে শুরু করে জিনস টপ বিভিন্ন ধরনের গহনা কেনাকাটায় ব্যস্ত তরুণীরা তারই এক ঝলক “দেশের সময়” এর গ্যালারিতে।

Previous articleমহিলাদের প্রতি ঘৃণা!‌ খুন করে, শারীরিক সম্পর্ক, বর্ধমানে গ্রেপ্তার সিরিয়াল কিলার কামারুজ্জামান সরকার
Next articleকাঁকিনাড়ায় ‘বিশ্ব বাংলা’, বদলে হয়ে গেল ‘রাম’, ক্ষুব্ধ মুখ্যমন্ত্রী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here