ইছামতীতে বাছাড়ি বাইচ প্রতিযোগিতা

0
771

দেবন্বিতা চক্রবর্তী, বনগাঁ: বৃহপতিবার বনগাঁয় ইছামতীতে শুরু হয়েছে বাছাড়ি বাইচ প্রতিযোগিতা। দু’দিনের বাইচ প্রতিযোগিতা ঘিরে স্থানীয় মানুষের উৎসাহ বেশ চোখে পড়ার মত ৷নদী পথে৫০০মিটার এর এই প্রতিযোগিতায়,পুরুষ বিভাগে ১২টি, মহিলা বিভাগে ৬টি, এবং মিশ্র (মহিলা -পুরুষ)বিভাগে ৬টি,দল যোগ দিয়েছে। বনগাঁ থানার ঘাটে বৃহস্পতিবার প্রতিযোগিতার উদ্বোধন করেন মহকুমাশাসক কাকলি মুখোপাধ্যায়৷ আয়োজক,বনগাঁ মহকুমা প্রশাসন৷

প্রশাসন সূত্রে জানা যায়-১৮৭৩ সালে সামাজিক মর্যাদা এবং আইনি সমানাধিকারের দাবিতে নমশূদ্রেরা জমিদার এবং ভূস্বামীদের বিরুদ্ধে ধর্মঘট এবং বয়কটকে হাতিয়ার করে আন্দোলন করেছিলেন৷ সেই আন্দোলনকে স্মরণ করে গত বেশ কয়েক বছর ধরে রাজ্যের অনগ্রসর শ্রেণিকল্যাণ দফতরের তরফে রাজ্যের বিভিন্ন জায়গায় এই ‘মর্যাদা’ অনুষ্ঠানের আয়োজন চলছে৷নমশূদ্রদের মূল ক্রীড়াসংস্কৃতি ছিল এই বাছাড়ি বাইচ। বনগাঁ থানার ঘাটে এই প্রতিযোগিতা উপলক্ষ্যে নৌকার আদলে তৈরি করা হয়েছে “মর্যাদা” ঘাট৷ আজ শুক্রবার প্রতিযোগিতার ফাইনাল কে ঘিরে ব্যাপক সাড়া পড়েছে বনগাঁবাসীদের মধ্যে৷
Previous article‘দ্য কুইন অফ হিলস সিমলা’
Next articleআগামীর পরিকল্পনা কী? বছর শুরুতেই জানালেন লাল হলুদের টনি ও মোহনবাগানের সনি

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here