আমপানের দাপটে নষ্ট কোটি কোটি টাকার আম, ক্ষতির পরিমাণ প্রায় ২৫ কোটি

0
751

দেশের সময় ওয়েবডেস্কঃ আমপানের দাপটে বিধ্বস্ত মালদা। ব্যাপক ক্ষতি আমচাষে। সূত্রের খবর, বুধবারের সুপার সাইক্লোনে প্রায় ২৫ হাজার মেট্রিক টন আম মাটিতে ঝরে পড়ে নষ্ট হয়েছে। অঙ্কের হিসেবে ক্ষতির পরিমাণ প্রায় ২৫ কোটি। ঝড়ের তাণ্ডবে রীতিমতো তছনছ উত্তর ২৪ পরগণার দেগঙ্গা ব্লকের বহু এলাকা।

দেগঙ্গার শিমুলিয়া, চৌরাশী আমুলিয়া হাদিপুর, নুরনগর চাঁপাতলা সহ বিস্তীর্ণ গ্রাম পঞ্চায়েত এলাকা জুড়ে আমচাষ হয়। সূত্র জানাচ্ছে, বহু পুরনো আমগাছ একেবারে গোড়া থেকে উপড়ে পড়েছে। ফলে ব্যাপক ক্ষতির শিকার হলেন আম চাষীরা। জানা যাচ্ছে, ওই বিস্তীর্ণ এলাকা জুড়ে প্রায় ৫০ হাজার কুইন্টাল আম নষ্ট হয়েছে। বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রামের এক আম চাষি কালি দেবনাথ জানান ঝড়ে তাঁর বাগানের সব আম নষ্ট হয়ে গেছে ,এবছরে আমের ফলন খুব ভাল হয়েছিল ,কিন্তু সব শেষ হয়ে গেল আগামী দিনে কবে আম গাছ বড় হবে, আর সেই গাছে ফলন হবে এখন সেটা স্বপ্ন। হাতে যা ছিল সেই টাকা দিয়ে চাষ করেছিলাম , পটল, ঝিঙে,পেঁপে ক্ষেত সব ধূলিসাৎ। কিভাবে বাঁচব জানিনা৷

পাশাপাশি ঘর বাড়ি ভেঙেছে। বিদ্যুতের তার ছিঁড়ে এলাকায় কারেন্ট নেই। এখন সরকারি সাহায্যের মুখ চেয়ে বসেন আছেন সেখানকার আমচাষীরা। বাসিন্দারা জানাচ্ছেন, আয়লা, বুলবুল বা ফনীর থেকেও ভয়ঙ্কর ছিল এই আমপান। সমস্ত কিছুই তছনছ হয়ে গিয়েছে। শুধু আমচাষীরাই নয়, চরম ক্ষতিগ্রস্ত হয়েছেন ধানচাষীরাও। জেলা প্রশাসন সূত্রে খবর গঙ্গার পার্শ্ববর্তী ব্লকগুলিতে ৩০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। হাওয়া এবং বৃষ্টির প্রভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে ধান চাষ। এবছর প্রায় ৬৩ হাজার একর জমিতে বোরো ধান চাষ হয়েছিল। যার মধ্যে ১১ হাজারেরও বেশি হেক্টর জমির ধান নষ্ট হয়েছে বলে সেচ দপ্তর জানিয়েছে। যদিও এটা একেবারে প্রাথমিক রিপোর্ট। 

Previous articleবাংলাকে এক হাজার কোটি সাহায্য, মমতার নেতৃত্বের প্রশংসা করে ঘোষণা প্রধানমন্ত্রীর
Next articleবিদ্যুৎ বিহীন বনগাঁ শহরজুড়ে হাহাকার মোমবাতি আর জেনারেটরের জন্য

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here