আনুষ্ঠানিক ভাবে আজ বিকেল সাড়ে চারটেয় বিজেপি-তে শোভন-বৈশাখী

0
543

দেশের সময় ওয়েবডেস্কঃ আর যদি কিন্তুর সম্ভবত কোনও অবকাশ নেই। আজ বুধবার বিকেল সাড়ে চারটের সময় নয়াদিল্লির দীনদয়াল উপাধ্যায় মার্গে বিজেপি সদর দফতরে গিয়ে আনুষ্ঠানিক ভাবে বিজেপি-তে যোগ দিতে চলেছেন কলকাতার প্রাক্তন মেয়র তথা তৃণমূল কংগ্রেস নেতা শোভন চট্টোপাধ্যায় ও তাঁর বান্ধবী বৈশাখী বন্দ্যোপাধ্যায়।

সর্বভারতীয় বিজেপি-র কোনও সাধারণ সম্পাদকের হাত থেকে গেরুয়া পতাকা হাতে নেবেন তিনি। এ ছাড়াও বিজেপি-র রাজ্য নেতৃত্বের তরফেও কোনও এক জন নেতা সেখানে উপস্থিত থাকতে পারেন। তবে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ ওই সাংবাদিক সম্মেলনে উপস্থিত থাকবেন না। তিনি কলকাতায় রয়েছেন।

বিজেপি-র একটি সূত্রের খবর, এর অর্থ পরিষ্কার। বিজেপি-র রাজ্য নেতৃত্বের মারফৎ রফা করেননি শোভন-বৈশাখী। গেরুয়া শিবিরে যোগ দেওয়ার জন্য তাঁর ও বৈশাখীর আলোচনা হয়েছে বিজেপি-র একাধিক কেন্দ্রীয় নেতার সঙ্গে। সূত্রের খবর, এ ব্যাপারে বিজেপি সাধারণ সম্পাদক রাম মাধব ও দলের সংগঠনের দায়িত্বপ্রাপ্ত সাধারণ সম্পাদক রামলালের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। যে কারণে ইদানীং ঘন ঘন শোভন বৈশাখীকে দিল্লি যেতে দেখা গিয়েছে।

শোভন-বৈশাখীর বিজেপিতে যোগ দেওয়া নিয়ে বাংলা বাজারে চর্চা নতুন নয়। সেই যবে শোভন মেয়র পদ ছেড়েছিলেন তখন থেকেই চলছে। বারবার সংবাদমাধ্যমে প্রকাশ পেয়েছে যে কখনও শোভন-বৈশাখী দিল্লিতে গিয়ে বিজেপি নেতাদের সঙ্গে বৈঠক করেছেন, কখনও মুকুল রায়ের সঙ্গে মিটিং করেছেন। রহস্য বলতে বাকি ছিল কবে তাঁরা যোগ দিচ্ছেন বিজেপিতে। বা আদৌ যোগ দিচ্ছেন কিনা। সেই রহস্যেরও এ বার সমাধান হয়ে গেল। একধাপ এগিয়ে তাঁরা এও দাবি করছেন, বুধবার বিজেপিতে যোগ দিয়ে বৃহস্পতিবার লালকেল্লায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ভাষণ শুনে কলকাতায় ফিরবেন তাঁরা।

Previous article৬০ লক্ষেরও বেশি ছাত্রীর ক্ষমতায়ন করেছে কন্যাশ্রী প্রকল্প,কন্যাশ্রী দিবসে টুইট করে জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
Next articleবাংলায় গণতন্ত্র নেই, বিজেপি-তে যোগ দিয়েই শোভনের তোপ

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here