আদিবাসী প্রসূতি’মা’ও শিশুদের খেয়াল রাখতে প্রতিদিন নর্মদায় ১৮ কিমি নৌকা টানেন তরুণী রেলু

0
938

দেশের সময় ওয়েবডেস্কঃ নর্মদা নদীতে নৌকায় চেপে যেতেই ভয় পান অনেকেই। কিন্তু ২৭ বছরের রেলু ভাসাভে এসবে পাত্তা দেন না। নিজে এই নর্মাদার বুকে নৌকা চালিয়ে রোজ ১৮ কিলোমিটার সওয়ারি করেন তিনি। উদ্দেশ্য একটাই, আদিবাসী শিশু ও মায়েদের খেয়াল রাখা। 

মহারাষ্ট্রর এক প্রত্যন্ত গ্রাম চিমালখাড়ি। সেখানেই অঙ্গনওয়ারিতে কাজ করেন রেলু। তাঁর দায়িত্ব, ছ’‌ বছরের কমবয়সি শিশু ও প্রসূতিরা ঠিকমতো পুষ্টিকর খাবার খাচ্ছেন কিনা, বৃদ্ধি হচ্ছে কিনা, সেদিকে নজর রাখা। তাঁদের স্বাস্থ্য পরীক্ষা করা। আশপাশের সব আদিবাসী গ্রাম থেকে শিশু এবং মহিলারা এসে স্বাস্থ্য পরীক্ষা করিয়ে যেতেন। 
কোভিড সংক্রমণ শুরু হওয়ার পর থেকে আদিবাসী প্রসূতি, শিশুরা আর অঙ্গনওয়াড়ি আসেন না। তা বলে রেলু তো আর বসে থাকতে পারেন না। তাই নিজে একটি নৌকা ভাড়া নিয়েছেন। সেই নৌকা চালিয়েই পৌঁছে যান দাদার এবং আলিগাটের আদিবাসী গ্রামে। সেসব জায়গায় যাওয়ার একমাত্র পথ হল নর্মদা নদী। 

গত এপ্রিল থেকে সপ্তাহে পাঁচ দিন নিজে নৌকা টেনে আশপাশের গ্রামে ঘুরছেন রেলু। ২৫টি সদ্যোজাত ও শিশু এবং সাত জন প্রসূতির স্বাস্থ্য পরীক্ষা করে চলেছেন তিনি। তাঁদের যেন পুষ্টির অভাব না হয়, তাই দেখেন তিনি। কাজটা খুব সহজ নয়। রেলু নিজেই জানালেন, রোজ অতক্ষণ ধরে নৌকার দাঁড় বেয়ে হাতে ব্যথা হত তাঁর। বাড়ি ফিরে যন্ত্রণায় ছটফট করতেন। এখন সয়ে গেছে। তবু হাল ছাড়েননি তিনি। 

Previous articleপিকে-র টিমই সর্বনাশের মূলে বিস্ফোরক হরিহরপাড়ার বিধায়ক
Next articleসপ্তাহান্তে ফিরতে পারে শীতের আমেজ জানিয়েছে হাওয়া অফিস

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here