আদিবাসী পরিবারে মধ্যাহ্নভোজ সেরে ফেরার আগেই অমিত শাহের মন্তব্যের পাল্টা ফিরহাদ-সৌগতর

0
1528

দেশের সময় ওয়েবডেস্কঃ বিজেপি নেতৃত্বদের সঙ্গে বসেই আদিবাসী নেতা বিভীষণ হাঁসদার বাড়িতে মধ্যাহ্নভোজ সারলেন অমিত শাহ। এরপরে বিশিষ্ট নেতৃত্বদের সঙ্গে দেখা করে বিকেল ৫টায় রওনা দেবেন কলকাতার উদ্দেশে। রাতে নিউটাউনের হোটেলেই থাকবেন স্বরাষ্ট্রমন্ত্রী।

চতুর্ডিহি গ্রামে আদিবাসী পরিবারের সঙ্গে মধ্যাহ্নভোজ সারছেন অমিত শাহ। সঙ্গে রয়েছেন রাহুন সিনহা, মুকুল রায়, কৈলাস বিজয়বর্গীয়, দিলীপ ঘোষেরা। বিভীষণ হাঁসদার বাড়িতে আহার সেরে বিশিষ্ট জনেদের সঙ্গে দেখা করবেন তিনি। মোট দশ জনের খাওয়ার আয়োজন করা হয়েছিল এদিন৷

এদিন অমিত শাহ সাংবাদিকদের উদ্দেশ্যে বললেন, মানুষের জনরোষ ফেটে পড়ছে রাজ্য সরকারের প্রতি। মানুষের অধিকারকে বঞ্চিত করছেন তৃণমূল সুপ্রিমো। কেন্দ্রের স্বাস্থ্য প্রকল্প থেকেও বঞ্চিত হচ্ছেন বাংলার মানুষ। দুই-তৃতীয়াংশ ভোট নিয়ে ক্ষমতায় আসবে বিজেপি।  মমতা সরকারের মৃত্যুঘণ্টা বেজে গিয়েছে”,

অমিত শাহের মন্তব্যের পাল্টা দিলেন ফিরহাদ হাকিম ও সৌগত রায়। বর্ষীয়ান তৃণমূল নেতা বলেন, ”মমতা সরকারের কোনও মৃত্যু ঘণ্টা বাজেনি। মমতা সরকার আছে এবং আমাগীদিনেও থাকবে। বাংলায় বিজেপি যে দুই-তৃতীয়াংশ ভোটে জিতবে এটা অমিত শাহর দিবা স্বপ্ন। এই স্বপ্ন ওঁরা অনেকদিন ধরে দেখছে।” ফিরহাদ বলেন, ”উত্তরপ্রদেশের ধর্ষণের ঘটনা ঢাকতেই মতুয়া প্রেম। সবটাই লোক দেখানো”

Previous articleবাংলায় দুই তৃতীয়াশ আসনে জিতে পরবর্তী সরকার গড়বে বিজেপি, বাঁকুড়ায় দাবি স্বরাষ্ট্রমন্ত্রীর
Next articleবাজি নিষিদ্ধ হল বাংলাতেও, ‘নো-এন্ট্রি’ জারি থাকছে কালী-জগদ্ধাত্রী-কার্তিক পুজোর মণ্ডপেও

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here