আজ ফের করোনা নিয়ে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী

0
581

দেশের সময় ওয়েবডেস্কঃ এই নিয়ে দ্বিতীয়বার। করোনাভাইরাস নিয়ে মঙ্গলবার রাত আটটায় ফের জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সকালে নিজেই টুইট করে একথা জানিয়েছেন প্রধানমন্ত্রী।
এদিন মোদী টুইটে লেখেন, “করোনাভাইরাস মহামারী সম্পর্কিত কিছু গুরুত্বপূর্ণ বিষয়ে আজ রাত আটটায় আমি জাতির উদ্দেশে ভাষণ দেব।” গত বৃহস্পতিবার প্রথম করোনা নিয়ে জাতির উদ্দেশে বক্তৃতা দিয়েছিলেন প্রধানমন্ত্রী। ওই বক্তৃতা থেকেই জনতা কার্ফুর কথা ঘোষণা করেছিলেন মোদী।
গতকালই লকডাউন নিয়ে দেশের একাংশের মানুষের আচরণে উষ্মা প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী। বলেছিলেন অনেকেই লকডাউনের তোয়াক্কা করছেন না। তারপর রাজ্যগুলির উদ্দেশে মোদীর বার্তা ছিল লকডাউন ভাঙলে কড়া ব্যবস্থা নিন।
সেই মতো কাল সন্ধে থেকে বাংলাতেও শুরু হয় পদক্ষেপ। কলকাতায় গ্রেফতার করা হয় ২৫৫জনকে। মঙ্গলবার সকাল থেকে ই উত্তর ও দক্ষিণবঙ্গের জেলায় জেলায় শুরু হয় পুলিশি অভিযান। পর্যবেক্ষকদের মতে, লকডাউন কেন সেটাই হয়তো এদিন দেশবাসীকে বুঝিয়ে বলবেন প্রধানমন্ত্রী
গত বৃহস্পতিবার থেকে আজ পর্যন্ত পরিস্থিতির পরিমাণ ও গুণগত পরিবর্তন ঘটে গেছে আক্রান্ত বেড়েছে অনেকটা। বেড়েছে মৃত্যুও। অনেকের বক্তব্য কমিউনিটি ট্রান্সমিশন বা গোষ্ঠী সংক্রমণের ধাপ অর্থাৎ স্টেজ থ্রিতে ঢুকে পড়েছে ভারত। পরিস্থিতি কতটা গুরুতর সেটাই হয়তো বিস্তারিত ভাবে বুঝিয়ে বলবেন মোদী।

“পাতাটি কিছু ক্ষণ পর পর রিফ্রেশ করুন। আপডেটেড খবরটি আপনি দেখতে পাবেন।

অতি দ্রুততার সঙ্গে আপনার কাছে খবর পৌঁছে দেওয়ার সময়েও আমরা খবরের সত্যাসত্যসম্পর্কে সচেতন।

সেই জন্যই যে কোনও ‘খবর’ পাওয়ার পর, তার সম্পর্কে নিশ্চিত হয়ে তবেই আমরা তা প্রকাশ করি। ফেক নিউজ বা ভুয়ো খবরের রমরমার সময়ে এটা আরও বেশি জরুরি হয়ে উঠেছে।”দেশের সময়”

Previous articleদায়বদ্ধতা: করোনা সংক্রমণ রুখতে বনগাঁ শহর- গ্রামে একদল যুবক ছুটছে সতর্কতার প্রচারে
Next articleকরোনা আপডেট:এক নজরে ভারতে মোট আক্রান্ত ৪৯২, মৃত ৯, আতঙ্কের মধ্যেও সুস্থ ৩৭জন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here