আজকের রাশিফল পড়ুন

0
680

মেষ – অন্যের কোনও বিষয়ে হস্তক্ষেপ করবেন না। বিবাদ এড়িয়ে চলাই ভাল। জীবনসঙ্গীর সহযোগিতা পাবেন। আইনি কাজে সফলতা আসতে পারে।


বৃষ –  কেরিয়ার নিয়ে গাফিলতি করবে না। চোট আঘাত লাগতে পারে। দাম্পত্য জীবনে শান্তি। সূর্যদেবকে জল দান করুন।


মিথুন – স্বাস্থ্যের অবস্থা আগের চেয়ে ভাল হবে। আজ ধনযোগ রয়েছে। কেরিয়ারের সমস্যাও কেটে যাবে। তবে রাগ সংযত রাখা খুবই প্রয়োজন।


কর্কট – স্বাস্থ্য ভালোই থাকবে। ধনলাভের সম্ভাবনা। কাজের জায়গায় সতর্ক থাকুন। পিতা মাতার সঙ্গে বিবাদ বৃদ্ধি পেতে পারে।


সিংহ – জরুরী কাজ সম্পন্ন হবে। পারিবারিক বিবাদ হতে পারে। বন্ধুদের সঙ্গে ভাবনাচিন্তা করে কথা বলুন, বিপদে পড়তে হতে পারে। 


কন্যা – সম্পত্তি সংক্রান্ত সমস্যার সমাধান। আর্থিক পরিস্থিতির উন্নতি হবে। জীবনসঙ্গীর সহযোগিতা মিলবে। প্রিয় বন্ধুর সঙ্গে দেখা হতে পারে।


তুলা – দীর্ঘদিনের ইচ্ছা পূরণ হবে। কেরিয়ার সংক্রান্ত সমস্যার সমাধান। কোনও নিয়ম লঙ্ঘন করলে বিপদে পড়তে পারেন।

বৃশ্চিক – দিনটি কাটবে ব্যস্ততার মধ্যে দিয়ে। ধনলাভের যোগ আছে। বিবাহ সংক্রান্ত বিষয় এগোবে। বিচক্ষণতার সঙ্গে কাজ করুন, সামান্য ভুলে বড় ক্ষতি হতে পারে। 


ধনু – আর্থিক বিষয়ে সতর্ক থাকুন। কোনও ভুল সিদ্ধান্ত সমস্যায় ফেলতে পারে। অতিরিক্ত পরিশ্রম থেকে সাবধান, শারীরিক অসুস্থতা বাড়তে পারে। 


মকর – আর্থিক বিষয়ে দিনটি খুব একটা ভালো নয়, সময় দিতে হবে। দাম্পত্য কলহের আশঙ্কা।  শারীরিক উন্নতির জন্য দূরে ভ্রমণ।


কুম্ভ – আর্থিক দিক থেকে সময়টা ভালো নয়। কোনও ভুল সিদ্ধান্তে আটতে যেতে পারে অর্থ। পড়ে গিয়ে দুর্ঘটনার আশঙ্কা। 


মীন – নিজের আর্থিক পরিস্থিতি বদলাতে চেষ্টা চালিয়ে যাওয়া জরুরী। ব্যয় বৃদ্ধি পেতে পারে। আইন সংক্রান্ত কাজে আসতে পারে সাফল্য। 

Previous articleসিপিএম এর দ্বিতীয় ঐতিহাসিক ভুল
Next articleউষ্ণতার রেকর্ড ছুঁতে চলেছে মার্চ? কী বলছেন আবহাওয়াবিদরা!

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here