আজকের দিন আপনার রাশির জন্য কেমন জানুন:

0
853

রাশিফল:

মেষ
শরীর শরীরে না দিলে, ধকল করে বেড়াতে যাবেন না।
অর্থ
দীর্ঘমেয়াদি ভিত্তিতে বিনিয়োগ করলে উল্লেখযোগ্য লাভ পাবেন আজ।
প্রেম
সম্পর্ক সুন্দর করতে দুজনকেই আজ তাঁদের ইগো ছেড়ে এগোতে হবে।

বৃষ
শরীর
একটা হাসি আপনার অনেক সমস্যা মিটিয়ে দেবে আজ। মাথা ঠাণ্ডা রেখে শরীর সুস্থ রাখার দিন আজ। নইলেই প্রেশার বেড়ে যেতে পারে।
অর্থ
আজ সহজেই মূলধন জোগাড় করতে পারবেন। নতুন প্রকল্পে কাজ করার জন্য পুঁজির অনুরোধ করতে পারেন কোথাও। যদি প্রয়োজন হয় তাহলে বন্ধুরাও আপনার সাহায্যে এগিয়ে আসবে।
প্রেম
প্রিয় মানুষটি আজ আপনাকে আলোয় মুড়ে রাখবেন। যে কোনও সিদ্ধান্তেই তাঁকে পাশে পাবেন।

মিথুন
শরীর
স্বাস্থ্যই সম্পদ, কথাটা ভুলবেন না। যতই চাপ থাকুক, সকালের যোগাসন থেকে মুখ ফেরাবেন না।
অর্থ
আপনার নিষ্ঠা ও কঠোর পরিশ্রম সকলেই আজ দেখতে পাবেন। আজ তা থেকেই কিছু আর্থিক পুরষ্কার আসতে পারে।
প্রেম
কাছের মানুষের সঙ্গে এমন বোঝাপড়া থাকবে, যে চোখের ভাষাতেই সব কথা বলা এবং বোঝা হয়ে যাবে।

কর্কট
শরীর
বসে থাকতে থাকতেও আজ আঘাত পেতে পারেন। সাবধানতা অবলম্বন করতেই হবে আজ।
অর্থ
কোনও নতুন অর্থনৈতিক সমঝোতা চূড়ান্ত হবে, আপনি অনেক টাকাও পেতে পারেন আজ। আপনি বন্ধুদের মাধ্যমে গুরুত্বপূর্ণ অর্থনৈতিক যোগাযোগ তৈরি করতে পারবেন আজ।
প্রেম
আবেগ সামলে রাখুন, নইলে প্রেমের সম্পর্কে ভাঙন অনিবার্য। দাম্পত্যে আছেন যাঁরা, স্ত্রীর স্বাস্থ্যের দিকে নজর দিন। নানা কাজে ব্যস্ত হলেও তাঁকে সামলে নিতে চেষ্টা করুন।

সিংহ
শরীর

গাড়ি চালানোর সময় যত্নশীল হোন। দুর্ঘটনার সম্ভাবনা আছে।
অর্থ
একাধিক উত্স থেকে আর্থিক লাভ হবে আজ। তবে চেষ্টা করুন সব টাকা একেবারে খরচ না করতে।
প্রেম
সঙ্গী আজ ইচ্ছাকৃতভাবে আপনাকে আঘাত করতে পারেন, যা আপনাকে কিছুক্ষনের জন্য বিচলিত করে রাখতে পারে।

কন্যা
শরীর
প্রয়োজনে বাড়িতে বসে কাজ করুন। রাস্তায় বেরোলে আজ মেজাজ খারাপ হয়ে প্রেশার বাড়তে পারে।
অর্থ
টাকা পয়সা নিয়ে বিশেষ ভাববেন না। চিকিৎসা খাতে বেশ কিছুটা টাকা খরচ হলেও, আপনার কিছু ফিক্সড ডিপোজ়িট আজ ম্যাচিওর করতে পারে।
প্রেম
কাছের মানুষকে অবহেলা করবেন না। সম্পর্কের হাল খারাপ হতে পারে।

তুলা
শরীর
নিজের স্বাস্থ্যের যত্নে কিছুটা সময় দিন। নইলে ক্লান্তি আপনাকে উঠে দাঁড়াতে দেবে না।
অর্থ
আর্থিক লাভ বেড়াতে গিয়েও হতে পারে। তাই পারিবারিক ভ্রমণের সম্ভাবনা থাকলে বেড়িয়ে আসুন।
প্রেম
সঙ্গী আজ তাঁর গুণের যাদুতে আপনাকে বাকি দুনিয়া ভুলিয়ে দিতে পারেন।

বৃশ্চিক
শরীর
বন্ধুদের সাথে গল্প, আড্ডা, গানে সারাদিন শরীর থাকবে ফিট।
অর্থ
ব্যাঙ্কিং কারবার খুব সতর্কতার সাথে সামলাতে হবে আপনাকে।
প্রেম
সঙ্গীকে রাগ দেখিয়ে লাভ নেই, তাতে ফল হবে হিতে বিপরীত।

ধনু
শরীর যোগাসন আর প্রাণায়ামের কোনও বিকল্প নেই। চেষ্টা করুন সকালে সবকিছুর মাঝে ওটুকু করতে।
অর্থ
আপনার সৃজনশীল প্রতিভা সঠিকভাবে ব্যবহার করলে আর্থিকভাবে লাভজনক প্রমাণিত হতে পারে আজ।
প্রেম
দাম্পত্য জীবন আজ মধুময় আপনাদের।

মকর
শরীর
ভুলভাল খাবার এবং পানীয় থেকে দূরে থাকুন আজ।
অর্থ
কাউকে প্রভাবিত করার জন্য আজ বেশি খরচ করবেন না।
প্রেম
মারাত্মক ভুল বোঝাবুঝি আর বিতর্কের দিন আজ। মাথা ঠাণ্ডা রাখার চেষ্টা করুন।

কুম্ভ
শরীর
কোনও সামাজিক জমায়েতে আজ অবশ্যই যাবেন, একা থাকবেন না। শরীরে একাকিত্বের প্রভাব পড়তে পারে।
অর্থ
যে কোনও রকম বিনিয়োগে যাওয়ার আগে আজ অনেকবার ভেবে নেবেন।
প্রেম
সঙ্গী আজ আপনার মন ভালো রাখতে সব রকম প্রচেষ্টা করবেন।

মীন
শরীর
সুস্থ থাকতে পরিমিত আহার করুন।
অর্থ
বাসস্থান সংক্রান্ত বিনিয়োগ লাভজনক হবে না আজ।
প্রেম
প্রিয়জন আজ একটু আব্দার করবেন নানা কারণে, নিজের মতো করে তাঁকে শান্ত করুন।

Previous articleগ্রাহকদের খরচ বাড়ছে, জানিয়ে দিল মুকেশ ‌আম্বানির সংস্থা রিলায়েন্স জিও
Next articleহলদিবাড়িতে তৈরি ফ্ল্যাটের, চাবি না নিয়ে,অনুষ্ঠান বয়কট করলেন সাবেক ছিটের বাসিন্দারা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here