দেশের সময়: দ্বিতীয় ডিভিশন আই লিগের প্রস্তুতির অনুমতির জন্যই মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেছিল মহমেডান ও ভবানীপুর ক্লাব ভবানীপুরের তরফ থেকেউপস্থিত ছিলেন শঙ্করলাল চক্রবর্তী ওমহমেডানের তরফ থেকে উপস্থিত ছিলেনসচিব শেখ ওয়াসিম আক্রম।এই বৈঠকেরপরে বুধবার থেকেই বেসরকারিভাবেঅনুশীলনের অনুমোদন দিয়েছেনক্রীড়ামন্ত্রী। কিন্তু চারিদিকে করোনা আবহ।এই পরিস্থিতিতে খেলার থেকে মানুষেরজীবনের বেশি গুরুত্ব দিচ্ছেন মহমেডানেরতরুণ সচিব। তাই অনুশীলনে নামার আগেপ্রত্যেক ফুটবলারের করোনা পরীক্ষা করতেচান তিনি। প্রত্যেকের করোনা পরীক্ষা করারপরেই মাঠে নামবে টিম মহমেডান।অনুশীলন ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গেজিজ্ঞাসা করা হলে ওয়াসিম বলেন , ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে।অনুশীলনের জন্য অনুমোদনও দিয়েছেন।কিন্তু আমাদের কাছে খেলার থেকেও মানুষের জীবন আগে।তাই বুধবার থেকেই অনুশীলনে নামছি না।আমরা ঠিক করেছি ফুটবলারদের করোনা পরীক্ষা করাব।তারপর অনুশীলন শুরু করব।তবে দ্রুত অনুশীলন শুরু করব এই ব্যাপারে কোনও সন্দেহ নেই।’ করোনা থেকে বাঁচার জন্যই ইতিমধ্যেই স্যানিটাইজার টানেল তৈরিকরেছে মহমেডান। এই টানেলের মধ্যেদিয়েই ফুটবলাররা যাতায়াত করবে। তাইঅনুশীলন শুরু হলেও সুরক্ষিত থাকবে তারা। মনে করা হচ্ছে আগামী সপ্তাহেই অনুশীলন শুরু করবে মহমেডান।
দ্বিতীয় ডিভিশন আই লিগের জন্য ইতিমধ্যেই শক্তিশালী দল গড়েছে মহমেডান। সাদাকালো ক্লাব সই করিয়েছে উইলিস প্লাজা, কিংসলে ও মইনুদ্দিনের মতো বড় মাপের প্লেয়ারদের।তরণ সচিবওয়াসিম আক্রমের জন্যই এত ভালো দলগড়ছে মহমেডান। সাদাকালো সচিবেরদু’চোখে স্বপ্ন আই লিগ খেলার।এবার সেইস্বপ্ন সফল হবে বলে মনে করা হচ্ছে।আগে করোনা পরীক্ষা, তারপর মাঠে নামবে মহমেডান
দ্বিতীয় ডিভিশন আই লিগের প্রস্তুতির অনুমতির জন্যই মঙ্গলবার ক্রীড়ামন্ত্রী অরূপবিশ্বাসের সঙ্গে বৈঠকে বসেছিল মহমেডানও ভবানীপুর ক্লাব। ভবানীপুরের তরফ থেকেউপস্থিত ছিলেন শঙ্করলাল চক্রবর্তী ওমহমেডানের তরফ থেকে উপস্থিত ছিলেনসচিব শেখ ওয়াসিম আক্রম। এই বৈঠকেরপরে বুধবার থেকেই বেসরকারিভাবেঅনুশীলনের অনুমোদন দিয়েছেনক্রীড়ামন্ত্রী। কিন্তু চারিদিকে করোনা আবহ।এই পরিস্থিতিতে খেলার থেকে মানুষেরজীবনের বেশি গুরুত্ব দিচ্ছেন মহমেডানেরতরুণ সচিব। তাই অনুশীলনে নামার আগেপ্রত্যেক ফুটবলারের করোনা পরীক্ষা করতেচান তিনি। প্রত্যেকের করোনা পরীক্ষা করারপরেই মাঠে নামবে টিম মহমেডান।অনুশীলন ও ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক প্রসঙ্গেজিজ্ঞাসা করা হলে ওয়াসিম বলেন , ‘ক্রীড়ামন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে।অনুশীলনের জন্য অনুমোদনও দিয়েছেন।কিন্তু আমাদের কাছে খেলার থেকেওমানুষের জীবন আগে। তাই বুধবার থেকেইঅনুশীলনে নামছি না। আমরা ঠিক করেছিফুটবলারদের করোনা পরীক্ষা করাব।তারপর অনুশীলন শুরু করব। তবে দ্রুতঅনুশীলন শুরু করব এই ব্যাপারে কোনওসন্দেহ নেই।’ করোনা থেকে বাঁচার জন্যইতিমধ্যেই স্যানিটাইজার টানেল তৈরিকরেছে মহমেডান। এই টানেলের মধ্যেদিয়েই ফুটবলাররা যাতায়াত করবে।তাইঅনুশীলন শুরু হলেও সুরক্ষিত থাকবে তারা। মনে করা হচ্ছে আগামী সপ্তাহেইঅনুশীলন শুরু করবে মহমেডান।
দ্বিতীয় ডিভিশন আই লিগের জন্যইতিমধ্যেই শক্তিশালী দল গড়েছেমহমেডান। সাদা-কালো ক্লাব সই করিয়েছেউইলিস প্লাজা, কিংসলে ও মইনুদ্দিনেরমতো বড় মাপের প্লেয়ারদের। তরণ সচিবওয়াসিম আক্রমের জন্যই এত ভালো দলগড়ছে মহমেডান। সাদা-কালো সচিবেরদু’চোখে স্বপ্ন আই লিগ খেলার। এবার সেইস্বপ্ন সফল হবে বলে মনে করা হচ্ছে।