আকাশ থেকে পুষ্পবৃষ্টি করে দেশের কোভিড–১৯ যোদ্ধাদের অভিবাদন জানাল সেনাবাহিনী

0
1405

দেশের সময় ওয়েব ডেস্কঃ কোভিড–১৯ মোকাবিলায় সামনের সারির যোদ্ধাদের অভিবাদন জানাল সেনাবাহিনী। রবিবার সকালে দেশের বিভিন্ন হাসপাতালের উপর দিয়ে উড়ে বা ফ্লাই পাস্ট করে, পুষ্পবর্ষণ করে এবং সেনাবাহিনীর ব্যান্ড পার্টির বাজনায় চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী, সাফাইকর্মীদের অভিবাদন জানাল তারা।

দিল্লির এইমস্‌, আরএমএল সহ বিভিন্ন হাসপাতাল, কলকাতা, চেন্নাই, বেঙ্গালুরু, ভুবনেশ্বর, লখনউ, মুম্বইয়ের বিভিন্ন হাসপাতাল, শ্রীনগরের ডাল লেক এবং চণ্ডীগড়ের সুকনা লেকের উপর পুষ্পবর্ষণ করে বায়ুসেনার হেলিকপ্টার। সুখোই–৩০, মিগ–২৯ এবং জাগুয়ার যুদ্ধবিমান বিভিন্ন হাসপাতালের উপর দিয়ে ফ্লাই পাস্ট করে অভিবাদন জানায় কোভিড–১৯ যোদ্ধাদের।

দিল্লির জাতীয় পুলিশ স্মারকস্তম্ভেও পুষ্পবর্ষণ করে বায়ুসেনার চপার।
কোভিড–১৯ যোদ্ধাদর অভিবাদন জানালনৌবাহিনীও। বঙ্গোপসাগরে নৌ সেনার রণতরী আইএনএস জলশ্বর সদস্যরা ‘‌ধন্যবাদ’‌ লিখে অভিবাদন জানান। আইএনএস হংস–র ১৫০০ কর্মী মানব শৃঙ্খল তৈরি করেন।

সন্ধ্যায় সব রণতরী আলোকমালায় সাজিয়ে অভিবাদন জানানো হবে। শুক্রবারই একথা জানিয়েছিলেন সিডিএস জেনারেল বিপিন রাওয়াত।  ছবি- কুন্তল চক্রবর্তী।

Previous articleআজ কোভিড হিরোদের ধন্যবাদ জানাতে ভারতীয় বায়ুসেনা, সঙ্গী নৌবাহিনীও
Next articleরাজস্থান থেকে রাজ্যে ফিরলেন প্রায়১২০০ পরিযায়ী শ্রমিক, স্ক্রিনিং এর পর তোলা হল বাসে

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here