অমৃতের সন্ধানে

0
964

‘ট্রাভেলগ` (পর্ব-১০)

দেবন্বীতা চক্রবর্তী:

গাড়ি ছুটে চলেছে হু হু করে পাঞ্জাবের দিকে ৷ একে একে পার হয়ে গেল জলন্ধর ,ধরমশালা , চন্ডীগড় ৷ বিভীষিকাময় রাতের আঁধার কাটিয়ে ছুটে চলা এক অজানার উদ্দেশ্যে । পথে ছিল বাঁধা বিপর্যয় ,কিন্তু থেমে থাকা চলবে না , যে জীবনের নানা উত্থান পতনে রোজ দিন ক্লান্তিতে হাল ছেড়ে দিয়ে আমরা ভাবি যে পালিয়ে বেড়াতে পারলে ভাল হয় , সেই জীবন ই হঠাৎ শিখিয়ে দেয় পালিয়ে নয় ,

প্রত্যক্ষ মোকাবিলাতেই সফলতা আসে ৷কোথায় যাওয়ার ছিল ? আরামে কাটাতে পারতাম ট্রিপের শেষ কটা দিন , কিন্তু বেছে নিলাম কঠিন পথ , অমৃতের আশায় ৷ আর পেলাম ও তাই ৷ ঝকঝকে সোনা ঝরা দিনে দীর্ঘ পথে যাওয়ার সময় বিখ্যাত পাঞ্জাব রেজিমেন্টের ব্যাটেলিয়ান ফোর্সের প্রায় ৩ টি সেনা বোঝায় কনভয় দেখার সৌভাগ্য হয়েছিল ৷ প্রায় ১২ টা নাগাদ আমরা এসে পৌছালাম অমৃতসরের স্বর্নমন্দিরের পাশে একটি

হোটেলে , শরীর সকলের ই ক্লান্তিতে অবশ , অবশ্য মনে ফুরতির অবকাশ নেই ৷ আমরা কিছুক্ষন হোটেলে ফ্রেশ হয়ে , বিশুদ্ধ নিরামিষাশী পাঞ্জাবী ধাবায় লাঞ্চ সেরে বেড়িয়ে পড়লাম ওয়াঘা সীমান্তের দিকে ৷ মাত্র ২০ কিমি পথ পেরিয়ে ভারত ও পাকিস্থানের সবচেয়ে গুরুত্বপূর্ণ সীমান্ত ওয়াঘা বর্ডার ও ২৫ কিমিতে চেকপোস্ট আট্টারি ৷

গাড়ির কাঁচের ওপাশ থেকে দৃশ্যমান দুই দেশের জাতীয় পতাকা, অদ্ভুত অনুভূতি ও আবেশের মাঝে পৌঁছে যাওয়ার কিছুক্ষনের মধ্যে শুরু হল সান্ধ্যকালীন ফৌজি প্যারেড ৷অসাধারন এক দেশাত্ববোধের বন্ধনে আবদ্ধ হয়ে পড়লাম সকলে । ক্ষনে ক্ষনে বন্দেমাতরম্ ধ্বনীতে আকাশ বাতাস মুখরিত ৷

উচু গ্যালারি থেকে দৃশ্যমান অপর পাশে লাহোর রোড , সূর্যটাও ধীরে ধীরে অস্ত গেল সেখানে ৷ জাতীয় পতাকার মর্যাদা রক্ষার পর অনুষ্ঠান আরও কিছুক্ষন চলল । কড়া নিরাপত্তার মধ্যে দিয়ে সকলকে সুরক্ষিত অবস্থায় বাইরে বের করা হল ৷ কি ইতিহাস এই ঐতিহাসিক স্থানের আমরা সবাই জানি কিন্তু যা লেখার ভাষায় বোঝানো সম্ভবপর নয় তা হল আমাদের জাতীয়তা বোধ ৷

গগনচুম্বী স্তম্ভের উপর উড়ন্ত জাতীয় পতাকা দেখে যে রক্তাক্ত ইতিহাস চোখের সামনে ভেসে উঠল তার বর্ণনা করা দুঃসাধ্য ৷ ফেরার পথে আমরা অমৃতসর বাজার হয়ে পৌছালাম স্বর্ণমন্দির ৷ টিভিতে মোবাইল বা সিনেমার পর্দায় বহুবার দেখা এই বিখ্যাত মন্দিরের ভিতরে আজ প্রবেশ করলাম ৷

মুগ্ধ নয়নে রাতের আলোর মালায় সাজানো সোনার মন্দিরের রূপ দেখে মোহিত হয়ে গেলাম I কিন্তু মন্দিরে প্রবেশের পর ই নতুন এক অনাহুত বিপদ এসে উপস্থিত হল !(চলবে)

Previous articleএসএসসি-র অনশনমঞ্চে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সাথে শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়
Next articleঅব্যাহত অনশন, বিকাশ ভবন যাচ্ছে প্রতিনিধি দল, মাঝরাতে এল বিশাল পুলিশ বাহিনী

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here