অবাক কান্ড! স্বপ্নে বারবার ধর্ষণ করেছেন তান্ত্রিক ,এমনই অভিযোগ এনে পুলিশের দ্বারস্থ হলেন মহিলা

0
1711

দেশের সময় ওয়েবডেস্কঃ অবাক কান্ড! স্বপ্নে ধর্ষণ করেছেন তান্ত্রিক। তাও এক বার নয় বহুবার ,আর এই অভিযোগ নিয়ে পুলিশের দ্বারস্থ হলেন এক মহিলা। বিহারের অরঙ্গাবাদ জেলার কুডওয়া থানা এলাকার ঘটনা। কয়েক মাস আগে ওই মহিলার ছেলে গুরুতর অসুস্থ হয়ে পড়ে। আর এরপরই ছেলেকে নিয়ে তান্ত্রিক প্রশান্ত চতুর্বেদীর কাছে যান ওই মহিলা। 

ছেলেকে নিয়ে গেলে ওই তান্ত্রিক বেশ কিছু মন্ত্র পড়তে এবং আচার মেনে চলার নির্দেশ দেন। কিন্তু তাতে কাজ হয়নি। ১৫ দিন পর এই ছেলেটির মৃত্যু হয়। তারপর ওই তান্ত্রিকের কাছে গিয়ে ছেলের মৃত্যুর কারণ জানতে চান ওই মহিলা। অভিযোগ, সেদিনই তাকে ধর্ষণ করার চেষ্টা করেছিলেন ওই তান্ত্রিক। কিন্তু কোনও প্রকারে রক্ষা পান তিনি।

মহিলার অভিযোগ, এরপর থেকেই চতুর্বেদী তাঁর স্বপ্নে আসছেন এবং বারবার তাকে ধর্ষণ করছেন। পুলিশে অভিযোগ জানানোর পর ওই তান্ত্রিকের খোঁজ করা হয়। তান্ত্রিকের খোঁজ মেলায় তাঁকে জেরা করা হলে তিনি বলেন, ওই মহিলাকে তিনি চেনেনই না। যদিও উপযুক্ত তথ্যপ্রমাণ না থাকায় ওই তান্ত্রিককে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানাগিয়েছে৷

Previous articleবিধানসভার ৭ টি শূন্য আসনে উপনির্বাচনের পরই পুরভোট, পূর্বাভাস মুখ্যমন্ত্রীর
Next articleসঙ্কটে বিদেশযাত্রা, ‘হু’-র থেকে কোভ্যাকসিনের অনুমোদন নিন! প্রধানমন্ত্রীকে চিঠি দিলেন মমতা

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here